ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শুরুর আগেই তারকা পতনের মিছিল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শুরুর আগেই তারকা পতনের মিছিল

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলছে তারকা পতনের মিছিল। প্যাট কামিন্স, অধিনায়ক জস হ্যাজেলউসহ প্রথম সারির অন্তত চার ক্রিকেটারকে ছাড়াই দল দিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নার  আরও বড় দুঃসংবাদ পেল স্কোয়াডে পরিবর্তন আনার শেষদিন বুধবার।

এবার নিজেকে সরিয়ে নিলেন পেসার মিচেল স্টার্ক। তুখোড় বাঁহাতি এ পেসার অবশ্য কারণটা ‘গোপন’ রেখেছেন। এদিকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও জাসপ্রিত বুমরাহকে পায়নি ভারত। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় চ্যাম্পিয়ন বোলারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মাদের।

আয়োজক পাকিস্তানের সাইম আইয়্যুব, হারিস রউফ, ইংল্যান্ডের জ্যাকব বেথেল, আফগানিস্তানের এএম গাজনাফার, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া- চোটে ছিটকে যাওয়া তারকাদের দিয়ে রীতিমতো একাদশ বানিয়ে ফেলা যায়। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের আসরে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে।
কেন নিজেকে সরিয়ে নিলেন স্টার্ক, কোনো পক্ষই তা পরিষ্কার করেনি, আমরা মিচের (স্টার্ক) সিদ্ধান্ত বুঝতে পেরেছি ও সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করাকে ও যেভাবে গুরুত্ব দেয় সেটাকে সম্মানের চোখেই দেখা হয়। ওকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা কিন্তু টুর্নামেন্টে নিজেকে চেনানোর জন্য এটি অন্য কারও সুযোগও।

বলেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। কামিন্স-হ্যাজেলউড দুজনই সর্বশেষ ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়েছিলেন। অ্যাঙ্কেলে পাওয়া আঘাত থেকে এখনো সেরে ওঠেননি কামিন্স। হ্যাজেলউডের চোট আরও গুরুতর। নিতম্বে অস্বস্তির পাশাপাশি ও পায়ের পেশিতেও টান ধরেছিল তার। আগের তুলনায় এখন কিছুটা ভালো বোধ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো অবস্থায় নেই।

সব মিলিয়ে অস্ট্রেলিয়ার নিয়মিত একাদশের পাঁচ ক্রিকেটারের জায়গায় শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার  ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। নেতৃত্ব দেবেন সদ্য শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতা স্টিভেন স্মিথ।

×