ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

এজন্যই তো রিয়াল মাদ্রিদ ইউরোপের রাজা

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১০:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

এজন্যই তো রিয়াল মাদ্রিদ ইউরোপের রাজা

২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেল রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ইউরোপ সেরার এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা দুই দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে। প্রতিপক্ষের মাঠ থেকে প্রথম লেগে জয় পাওয়ায় শেষ ষোলর পথেও এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।


ফুটবলে রিয়াল মাদ্রিদ মানেই প্রত্যাবর্তনের এক জীবন্ত উদাহরণ। মঙ্গলবার আরও একবার তার প্রমাণ দিল লস ব্ল্যাঙ্কোসরা। ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন রিয়াল মাদ্রিদকে স্বাগত জানায় ম্যানচেস্টার সিটি। নিজেদের সমর্থকদের সামনে আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক শিবির। জোস্কো গার্দিওলের দুর্দান্ত চেস্ট পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে তা রিয়ালের জালে জড়ান আর্লিং হলান্ড। তবে অফসাইড সন্দেহে গোলটি যাচাই করতে চার মিনিট সময় নেয় ভিএআর। শেষ পর্যন্ত এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পেপ গারদিওলার দল।


দ্বিতীয়ার্ধে অবশ্য স্বরূপে ফিরে এমবাপে-বেলিংহ্যামরা। ৬০ মিনিটে দানি সেবায়োসের অসাধারণ ফ্লোটেড পাস পেয়ে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। কিন্তু ৮০ মিনিটে আবারও এগিয়ে যায় সিটিজেনরা। ফিল ফোডেনের বুদ্ধিদীপ্ত মুভমেন্টে বাধা দিতে গিয়ে বক্সের মধ্যে তাকে ফাউল করেন সেবায়োস। আর পেনাল্টি থেকে গোল করতে মোটেও ভুল করেননি হালান্ড। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের জয়টা মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। কিন্তু দলটা যখন রিয়াল মাদ্রিদ তখনই গল্পটা ভিন্ন রকমের। কেননা, স্প্যানিশ জায়ান্টদের ফিরে আসার নজীর তো একেবারেই চিরন্তন। এদিনও নিজেদের সেই রুপটাই প্রদর্শন করলো আরও একবার।


ম্যাচের ৮৬ মিনিটে এডারসনের ভুল পাস ধরে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তার নেওয়া শট ঠেকালেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি ব্রাহিম দিয়াজ। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা।


ময়াচের যোগ করা সময়ের ৯২ মিনিটে দেখা যায় আরও এক অবিশ্বাস্য মুহূর্ত। এই সময়ে ভিনিসিয়াস জুনিয়র ডানদিক দিয়ে দ্রুতগতিতে এগিয়ে এসে বলটি এডারসনের মাথার উপর দিয়ে তুলে দেন। কিন্তু সেটি সরাসরি সিটির জালে প্রবেশ করছিল না, ঠিক তখনই সামনে এগিয়ে আসা জুড বেলিংহাম নিখুঁত ট্যাপ-ইন করে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয় নিশ্চিত করেন। ১-০ থেকে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়া সিটির বিরুদ্ধে তাদেরই মাঠে এমনভাবে রিয়াল মাদ্রিদ ফিরে আসার গল্প রচনা করলে রীতিমতো স্তব্ধ হয়ে যায় পুরো ইত্তিহাদ স্টেডিয়াম। অন্যদিকে রিয়ালের খেলোয়াড়েরা উল্লাসে ফেটে পড়েন।


এই জয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর  পথে এক পা দিয়ে রাখলো। সেইসঙ্গে আনচেলত্তির শিষ্যরা আরেকবার প্রমাণ করলো কেন তারা ইউরোপের রাজা।
 

মোস্তফা /জাফরান

×