ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ফিক্সিং কাণ্ডে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের সোহেলি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফিক্সিং কাণ্ডে ৫ বছর নিষিদ্ধ বাংলাদেশের সোহেলি

সোহেলি

বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী আইনের ৫টি ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে সোহেলির বিরুদ্ধে। আইসিসির আনা ৫টি অভিযোগই স্বীকার করে নিয়েছেন ৩৬ বছর বয়সী সোহেলি। অভিযোগ স্বীকার করে নেওয়াতে তার ওপরে আরোপিত নিষেধাজ্ঞা ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি এই নিষেধাজ্ঞা দিয়েছে।
২০১৩ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় সোহেলির। তারপর থেকে মাত্র ২ ওয়ানডে ও ১৩ টি২০ খেলেছেন তিনি জাতীয় দলের হয়ে। কারণ মাঝে প্রায় ৮ বছর দলের বাইরে ছিলেন এবং ২০২২ সালের এশিয়া কাপ টি২০ আসরের আগে আবার দলে ফেরেন রাজবাড়ীর এই অফস্পিন অলরাউন্ডার।

দেশের মাটিতে অনুষ্ঠিত সেই নারী এশিয়া কাপ টি২০ তার সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু বিশ^কাপ দলের বাইরে থেকেও তিনি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি২০ বিশ^কাপে ফিক্সিং কা-ে জড়িয়ে পড়েন। সোহেলির বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে আইসিসির দুর্নীতিবিরোধী আইনের ৫টি ধারা ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ভঙ্গ করার।

অভিযোগসমূহে বলা হয়েছে, একটি পক্ষের সঙ্গে চুক্তি করে ম্যাচের ফল, প্রক্রিয়াকে প্রভাবিত করা ও আন্তর্জাতিক ম্যাচে ইচ্ছে করে ভালো না খেলা, ফিক্সিং বা এর সঙ্গে যোগসাজশের জন্য কোনো কিছু গ্রহণ করা, চাওয়া অথবা প্রস্তাব দেওয়া, সরাসরি অথবা সম্মুখে না থেকেও ম্যাচের ফলকে প্রভাবিত করার জন্য অনুরোধ, প্রলোভন দেখানো, প্ররোচিত করা।

এসব প্রস্তাব পেয়েও নিয়ম অনুসারে তা আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগকে (আকসু) জানাননি তিনি। পাশাপাশি ফিক্সিং তদন্তের কাজে বিলম্ব করিয়েছেন ও প্রমাণ নষ্ট করার চেষ্টা চালিয়েছেন। 
তাই এখন চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ বছর সোহেলি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। এমনকি তিনি ক্রিকেটসংশ্লিষ্ট সকল ধরনের কর্মকা  হতেও নিষিদ্ধ থাকবেন।

×