ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ দলের সঙ্গী খালেদ ও হাসান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ দলের সঙ্গী খালেদ ও হাসান

খালেদ ও হাসান

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আরেকটি দিন অনুশীলন আছে নাজমুল হোসেন শান্তদের। বৃহস্পতিবার দিবাগত রাতেই পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মঙ্গলবার রুদ্ধদ্বার অনুশীলন করেছেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পূর্বে ঘোষিত ১৫ সদস্যের দলে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

তবে দলের অনুশীলনের সুবিধার্থে সঙ্গে রাখা হবে দুই পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই দেশে ফিরে আসবেন তারা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। তার আগেই যাদের দল প্লে-অফ পর্যন্ত পৌঁছতে পারেনি সেই দলে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা আগেভাগেই অনুশীলন শুরু করেন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন শুরু করেন জাকের আলী অনিক, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তসহ কয়েকজন।

শনিবার শুরু হয় আনুষ্ঠানিক অনুশীলন। তবে সেখানে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের। পরে অবশ্য পুরোদমে অনুশীলন হয়েছে। ফিরেছেন প্রায় সকলেই। আজ আর একদিন অনুশীলন করেই বৃহস্পতিবার পাকিস্তান যাবে বাংলাদেশ দল। সঙ্গে যাবেন স্কোয়াডের বাইরে থাকা দুই পেসার হাসান ও খালেদ।

এবার বিপিএলে দু’জনই দুর্দান্ত ছিলেন। খালেদ দ্বিতীয় সর্বাধিক ২০ উইকেট শিকার করেছেন। হাসান মাত্র ১৩ উইকেট নিলেও ছিলেন বেশ কার্যকর। তাই দু’জনকে নিয়েই অনুশীলনের সুবিধার্থে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে যাবে বাংলাদেশ দল। 
পাকিস্তানে একদিন অনুশীলন করে দুবাই যাবে বাংলাদেশ দল ১৬ ফেব্রুয়ারি। পরদিন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

×