
অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটাররা
দীর্ঘ ২০ বছর পর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তার চেয়েও গুরুত্বপূর্ণ সকল প্রতিকূলতা পেছনে ফেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দেশ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে দেশটিতে এখন সাজসাজ রব।
পুনর্নির্মাণ করা হয়েছে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়াম। ঘটা করে সেটি উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উন্মোচন করা হয়েছে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের নতুন জার্সি। তবে প্রস্তুতির মঞ্চে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। ত্রিদেশেীয় সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে রিজওয়ানের দল হেরে গেছে ৭৮ রানে। এরপর দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড। লিগ পর্বে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা আজকের ম্যাচটা হয়ে উঠেছে ‘সেমিফাইনাল’।
লাহোরে উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়েছিল নিউজিল্যান্ড। জবাবে ফখর জামান (৫৯ বলে ৮৪) ও সালমান আগার (৫১ বলে ৪০) দুর্দান্ত ব্যাটিং সত্ত্বে¡ও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫২ রানে অলআউট হয়ে ৭৮ রানে বড় ব্যবধানে হারে রিজওয়ানের পাকিস্তান। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে পূর্ণশক্তির দল নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছে স্বাগতিকরা। ১০ রান করে আউট হন বড় তারকা বাবর আজম। অধিনায়ক রিজওয়ান ফেরেন ৩ রানে।
বিপিএল মাতিয়ে যাওয়া খুশদিল শাহ করেন ১৫ রান। তার আগে বোলিংয়ে ৩ উইকেট নেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। স্পিনার আবরার আহমেদ ২। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে রানের খেলা হবে, সেটি পরিষ্কার। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৩০৪ রান টপকে নিউজিল্যান্ড তুলে নেয় ৬ উইকেটের জয়।
আগের ম্যাচে সেঞ্চুরি করেন গ্লেন ফিলিপস, এই ম্যাচে কেন উইলয়ামসন। তাতে ভেস্তে যায় অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়া দক্ষিণ আফ্রিকান ওপেনার ম্যাথু বিটজকের কীর্তি। উইয়ান মুল্ডার করেন ৬৪ রান।
আজকের ম্যাচটি অবশ্য করাচিতে। মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যন্ডও পূর্ণ শক্তির দল নিয়ে এই সিরিজ খেলছে। কিন্তু এসএ টি২০র কারণে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা খেলছে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নিয়ে। যেখানে শুরুতেই দৃষ্টি কাড়েন বিটজকে। আছেন কাইল ভারানে, তাবারেজ শামসি ও লুঙ্গি এনগিদির মতো ক্রিকেটার। রিজওয়ান-বাবরদের জন্য নিশ্চয়ই আরেকটি অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। করাচিতে ফাইনাল আগামী শুক্রবার।