![কে এই সোহেলি, কেনই বা নিষিদ্ধ হলেন? কে এই সোহেলি, কেনই বা নিষিদ্ধ হলেন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/8-15-2502111548.jpg)
‘বান্ধবী’কে ম্যাচ পাতানোর প্রস্তাব!
খবরটা এতক্ষনে সর্বত্র চাউর হয়ে গেছে। ফিক্সিংয়ে জড়ি থাকায় নিষিদ্ধ হয়েছেন সোহেলি আক্তার। প্রশ্ন কে এই সোহেলি, কেনই বা নিষিদ্ধ হলেন তিনি।
৩৬ বছর বয়সি সোহেলি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক সদস্য। ২০১৩-২০১৪ মৌসুমে যিনি জাতীয় জার্সিতে ২ ওয়ানডে ও ২০২২ পর্যন্ত ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন। অফস্পিনে সব মিলিয়ে উইকেট ১১টি।
দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন দলের বাইরে থাকা সোহেলি আক্তার। তবে যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই ফাঁদে পা না দিয়ে টিম ম্যানেজমেন্টকে বিষয়টি অবহিত করেন।
বিষয়টি নজর এড়ায়নি আইসিসির দুর্নীতি দমন কমিশনেরও (আকসু)। নিয়ম অনুযায়ী বিষয়টি বছর দুয়েক তদন্ত করেছে আকসু। সেটিরই প্রেক্ষিতে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া সোহেলি আক্তারকে এবার নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসনে থাকবেন।
দক্ষিন আফ্রিকায় ২০২২ টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন আসলে কি ঘটেছিল?
একটি ফোনালাপের রেকর্ডের মাধ্যমে সোহেলী ও দক্ষিণ আফ্রিকায় থাকা সেই নারী ক্রিকেটারের কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে সোহেলি বলছেন,‘জোরপূর্বক কিছু না। তোমার মন চাইলে তুমি খেলবা না হলে নাই। এই যে বলসি, এইবারও মন চাইলে খেলবা না হলে নাই। কোন ম্যাচটা খেলবা এইটা তোমার ইচ্ছা। তুমি যে ম্যাচ অফার করবা, তোমার সুবিধামতো। তুমি একটা ম্যাচে ভালো রান করেছ, পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও খেলতে পার। কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার হচ্ছে ইয়ে (সন্দেহ) করবে না।’
তখন অন্যপ্রান্ত থেকে জাতীয় দলে থাকা ক্রিকেটারটি বলেন, ‘না বান্ধবী, আমি এগুলোর মধ্যে নাই। বা প্লিজ আমাকে এসব কথা বইলোই না। এগুলা আমাকে দিয়ে কখনো হবে না, এগুলা আমাকে প্লিজ বইলোই না। প্লিজ, রিকোয়েস্ট।’
মিরাজ/সাজিদ