![ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি ক্রিকেটার ৫ বছর নিষিদ্ধ! ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি ক্রিকেটার ৫ বছর নিষিদ্ধ!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/06-2502111257.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুর্নীতি বিরোধী আইনের ৫টি ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে সোহেলির বিরুদ্ধে। আইসিসির আনা ৫টি অভিযোগই স্বীকার করে নিয়েছেন সোহেলি।
৩৬ বছর বয়সী সোহেলি বাংলাদেশ নারী দলের হয়ে ২ ওয়ানডে ও ১৩ টি২০ খেলেছেন। রাজবাড়ীর এই ক্রিকেটার মূলত অফস্পিন অলরাউন্ডার ছিলেন।
সর্বশেষ ২০২২ সালে দেশের মাটিতে আয়োজিত নারী এশিয়া কাপ টি২০ আসরে খেলেছেন তিনি। এরপর থেকে দলের বাইরে আছেন।
সোহেলির বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের ধারা ২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ভঙ্গ করার। অভিযোগগুলোতে বলা হয়েছে, তিনি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তার সঙ্গে জুয়াড়িরা আলোচনা করেছেন। পরবর্তীতে অভিযোগ তদন্তেও সেভাবে সহায়তা করেননি এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করেছেন।
সোহেলির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে। পরবর্তী পাঁচ বছরের জন্য তিনি কোনো ধরণের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। এমনকি তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সকল ধরনের কর্মকাণ্ড হতেও নিষিদ্ধ থাকবেন।
মামুন/এম.কে.