![লা লিগার শিরোপা লড়াই তুঙ্গে লা লিগার শিরোপা লড়াই তুঙ্গে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/sp-4-2502101642.jpg)
স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা
স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। রবিবার রাতে ১০ জনের দলে পরিণত হওয়া কাতালান ক্লাবটি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়াকে। আর তাতেই লিগ টেবিলের শীর্ষ দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ঘারে নিঃশ্বাস ফেলছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগায় একদিন আগেই অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি ড্র হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের ১ ও ২ নম্বরে থাকা মাদ্রিদের দুই জায়ান্ট। সেই ম্যাচের শেষেই অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে জানিয়ে দেন যে, মাদ্রিদ ডার্বির ড্রতে কার্যত লাভ হয়েছে বার্সেলোনার। তার একদিন পরই রবিবার সেভিয়ার মুখোমুখি হয় কাতালান ক্লাবটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে বড় জয় তুলে নেয় রাফিনহা-লেভানডোস্কিরা। তাতেই আগের দিন দুই মাদ্রিদের পয়েন্ট হারানোর সুযোগটা দারুণভাবে কাজে লাগায় হ্যান্সি ফ্লিকের দল।
তবে সেভিয়ার মাঠে ঘটনাবহুল ম্যাচে প্রথমার্ধটা ছিল সমানে সমান। প্রথমার্ধের ৭ মিনিটেই রবার্ট লেভানডোস্কি গোল করে এগিয়ে দেন বার্সেলোনাকে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি খুব বেশিক্ষণ। তার পরের মিনিটেই গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসিয়ে সেভিয়াকে সমতায় ফেরান রুরবেন ভারগাস। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে সফরকারী দল।
ফলে ১০ জনের দল নিয়েও শেষ পর্যন্ত বার্সেলোনা ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিরতির পর কাতালানদের হয়ে বাকি তিনটি গোল করেন যথাক্রমে ফারমিন লোপেজ, রাফিনহা এবং এরিক গার্সিয়া। ম্যাচের ৬২ মিনিটে ফারমিন লোপেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময়টা ১০ জনের দল নিয়েই খেলে বার্সেলোনা। কিন্তু তথাপি প্রতিপক্ষকে কোনো গোল করার সুযোগ দেয়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
এই জয়ের ফলে লা লিগায় বার্সার অবস্থান এখনো টেবিলের তিন নম্বরে। ২৩ ম্যাচে কাতালানদের সংগ্রহে ৪৮ পয়েন্ট। তবে টেবিলের দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এখন তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। আর ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ২।
ফলে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াইটা এখন বেশ তুঙ্গে। এই তিন দলের যে কারও হাতেই ওঠার সুযোগ রয়েছে লা লিগার ট্রফি।
আগামী সোমবার পরের ম্যাচে টেবিলের ছয় নম্বরে থাকা রায়ো ভায়েকানোকে আতিথ্য দেবে বার্সেলোনা। রবিবার বার্সা ছাড়াও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গেটাফে, ভ্যালেন্সিয়া এবং রিয়াল সোসিয়েদাদ।