![শঙ্কা উড়িয়ে টেপ পেঁচিয়ে অনুশীলনে সৌম্য শঙ্কা উড়িয়ে টেপ পেঁচিয়ে অনুশীলনে সৌম্য](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/9-12-2502101536.jpg)
বাংলাদেশ দল ব্যস্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে। হোম অব ক্রিকেট মিরপুরে ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু হয়েছে টাইগারদের। এবার অনুশীলনেই আঙুলে আবারও ব্যথা পান সৌম্য সরকার। এর ফলে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। যদিও খানিক বাদেই হাতে টেপ পেঁচিয়ে আবারও অনুশীলনে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
সেই সময় শটের ফুলঝুরি ছড়ান তিনি। ফলে বোঝাই গেছে চোট গুরুতর নয়। তবে বিসিবির মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে সৌম্যর হাতের স্ক্যান করানো হবে সতর্কতার জন্য। সৌম্য আজ (সোমবার) সেন্টার উইকেটে নিজের ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় মৃত্যুঞ্জয়ের করা গুড লেংথ থেকে একটু বাড়তি লাফানো ডেলিভারিতে আঙুলে চোট পান সৌম্য।
এই সময় বেশ গুরুতরই মনে হচ্ছিল সৌম্যর চোট। ব্যথা পাওয়ার পরই ব্যাট ফেলে ক্রিজের অন্যপ্রান্তে গিয়ে লুটিয়ে পড়েন সৌম্য। সেই সময় তার অবস্থা দেখতে ছুটে আসেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ফিজিও বায়েজিদুল ইসলাম সঙ্গে সঙ্গেই সৌম্য হাতে ব্যথানাশক স্প্রে করে দেন। এরপর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
কিছুক্ষণ বাদেই আবারও ব্যাট প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়েন এই বাঁহাতি ব্যাটার। তখন তার ব্যাটিংয়ে কোনো অস্বস্তি দেখা যায়নি। তবে ব্যাটিংয়ের সময় কিছুটা সতর্ক ছিলেন।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে তৃতীয় টি২০তে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে মাঠে ফিরে বিপিএলে রংপুরের হয়ে প্লে-অফে এলিমিনেটরসহ চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
পাকিস্তান ও আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়বে টাইগাররা। দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। পরের দুই ম্যাচ রাওয়ালপিন্ডিতে, ২৪ ও ২৭ তারিখ প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।
মিরাজ/সাজিদ