![প্রথমবার লাল-সবুজের দলে হামজা প্রথমবার লাল-সবুজের দলে হামজা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-09-at-91838-PM-2502091643.jpg)
ছবি: সংগৃহীত
অবশেষে বাংলাদেশ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলোচিত হামজা চৌধুরী। তারকা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়েই এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার রাতে (৯ ফেব্রুয়ারি) ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ ১২ জন। হামজার বাইরে চমক ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। তিনিও দলে ডাক পেয়েছেন প্রথমবার।
১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে ট্রায়ালে পরখ করতে চান কোচ। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলা ফাহামেদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি দেন খুব কম বয়সে। গত কয়েক বছর ধরে বাফুফের ধারাবাহিক চেষ্টার পর ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান। তখনই ইঙ্গিত মিলেছিল ভারতের বিরুদ্ধে অভিষেক হতে যাচ্ছে তার।
সম্প্রতি প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড শিল্ডে যোগ দিয়েছেন তিনি। এদিকে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। সব ঠিক থাকলে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশী বংশোদ্ধুত ২৭ বছর বয়সি হামজা।
লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে স্বপ্নের অভিষেক হয়েছিল হামজার। ডার্বি কাউন্টির বিরুদ্ধে ১-০ গোলে জয়ের ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরা। ৬১টি টাচে তার ৮০ শতাংশ পাস ছিল সঠিক আর ড্রিবল সফলতা ছিল শতভাগ।
জয়/আসিফ