ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

এতো মানুষ একসঙ্গে জীবনেও দেখিনি: তামিম

প্রকাশিত: ২১:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

এতো মানুষ একসঙ্গে জীবনেও দেখিনি: তামিম

ছবি: সংগৃহীত

বিপিএলে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আগেরবার চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোষণা দিয়েও ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেনি দল। এবার চিটাগং কিসংকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরই দলের অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দেন তারা ট্রফি নিয়ে যাবেন বরিশালে। সেই কথা রাখতেই আজ রবিবার পুরো দল নিয়ে বরিশালে গিয়েছিল ফরচুন বরিশাল।

তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। দুই ট্রফি নিয়ে বিকেল ৪ টার দিকে মঞ্চে ওঠেন দলের মালিক, খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পণ্ড হয়ে যায় ফরচুন বরিশালের ট্রফি ট্যুর ও কনসার্ট। কারণ মঞ্চে বেশি সময় থাকেননি খেলোয়াড়রা।

পরে এক ভিডিও বার্তায় বরিশালের ভক্তদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক তামিম।

তামিম বলেন, 'আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে বরিশালে এসেছিলাম। দুইদিন আগেও আমরা কথা দিয়েছিলাম আমরা বরিশালে আসবো। আমাদের অনেক পরিকল্পনা ছিল এই কারণেই আমরা পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে। আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।'

তামিম জানিয়েছেন নিরাপত্তার কারণেই তাদের দীর্ঘ অনুষ্ঠান অল্পতে শেষ করতে হয়েছে।

বরিশাল দলের অধিনায়ক বলেন, 'দুর্ভাগ্যবসত আমাদের স্টেজে খুব খুব কম সময় থাকতে পেরেছি আমরা কারণ আমার জীবনে আমি এতো মানুষ একসঙ্গে দেখিনি। কম হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য। এটা একটা সময় এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না।' 

শিহাব

×