![বরিশালে তামিম-মুশফিক ও রিয়াদদের রাজসিক সংবর্ধনা বরিশালে তামিম-মুশফিক ও রিয়াদদের রাজসিক সংবর্ধনা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/20-2502091009.jpg)
ছবিঃ জনকণ্ঠ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটাররা আজ রবিবার দুপুরে রাজসিক সংবর্ধনা পেয়েছেন বরিশালে।
সমর্থকদের সাথে আনন্দ করতে টানা দুইবারের বিপিএল'র চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালে এসেছেন তামিম-মুশফিক ও মাহমুদুল্লাহরা।
আজ রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চাটার্ড বিমানে বরিশালে পৌঁছান তারা।
বরিশাল বিমানবন্দরে নামার সাথে সাথেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ সিনিয়র খেলোয়াড়রা উপস্থিত ছিলেন এ সফরে।
বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা বরিশাল শহরের বিভিন্ন স্থানে যান। এরপূর্বে বিমান বন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফরচুন বরিশাল টিমের খেলোয়াড়রা। পরে সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বরিশালের টিম বাসের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নগরীতে আসেন।
ফরচুন বরিশালের মালিক মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রথমে খেলোয়াড়রা মধ্যাহ্নভোজ করেছেন। পরে নগরীর বেলস্ পার্কে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সেখানে ভক্তরা খেলোয়াড়দের কাছ থেকে দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
এ উপলক্ষে বরিশালে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে।
যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন।
বরিশালের ক্রিকেটপ্রেমীরা ফরচুন বরিশালের সাফল্যে দারুণ উচ্ছ্বাসিত।
ক্রিকেট ভক্ত এসএম মিজান বলেন, বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হওয়ায় বরিশালের মাঠে সরাসরি খেলা দেখার সুযোগ হয়নি। তাই এই আয়োজন আমাদের জন্য বিশেষ কিছু।
বরিশালের সমর্থক আদিল আকন বলেন, এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত। আমরা এখন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের নেতৃত্বে হ্যাট্রিক বিজয়ে অপেক্ষায়। আর আগামী বিপিএল'র আসরে বরিশাল স্টেডিয়ামে খেলার আয়োজন করার জন্যও তিনি (আদিল) সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করেছেন।
বরিশাল নগরীর পুরো বেলস্ পার্ক মাঠ "ফরচুন-বরিশাল" শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে।
বরিশালের এ বিজয় উদযাপন শেষে মুশফিক-শান্তরা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। চলতি সপ্তাহেই তারা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বেন।
জাফরান