ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সহ সবকিছুর দেখভাল করবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সহ সবকিছুর দেখভাল করবে বিসিবি

ছবি: সংগৃহীত

 

পূর্বেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এবার তা চরম লজ্জাজনক পরিস্থিতির তৈরি করেছে। এই সঙ্কট নিরসনে এবার বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ তাদের যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ফিরতি বিমানে ওঠা পর্যন্ত সবকিছুই দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। 

শুক্রবার ফাইনাল দিয়ে সমাপ্ত হয়েছে বিপিএলের একাদশ আসর। এবার দুর্বার রাজশাহী দলটি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিশ্বব্যাপিই সমালোচিত হয়েছে। দেশি-বিদেশি ক্রিকেটারদের সুযোগ-সুবিধা, পারিশ্রমিক, হোটেল ভাড়া, বাস ভাড়া, বিমানের ফিরতি টিকেট নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষটি নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক আলোচনা হয়েছে।

এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বিপিএল খেলার জন্য বিদেশি তারকা ক্রিকেটাররা বিমুখ হবেন বিপিএল থেকে। এমনিতেও একই সঙ্গে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টি২০ আসর চলমান থাকার কারণে গত কয়েকটি আসরে ভালো মানের ও বড় তারকাদের বিপিএলে পাওয়া যাচ্ছে না। তাই এবার ক্রিকেটারদের পারিশ্রমিকসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতে বিসিবি পদক্ষেপ নিচ্ছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে-স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে। এছাড়া খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ বিসিবি সকল আর্থিক প্রটোকল নিশ্চিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন,‘‘এমন উদ্যোগ পেশাদার ক্রিকেটের সুষম অভিজ্ঞতা, বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত ও বিসিবির প্রতিশ্রুতি পূরণের বিষয়টিকে আরও জোরালো করবে। সেটি হতে পারে স্থানীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে সকল স্টেক হোল্ডারের সঙ্গে বিসিবি আরও ভালোভাবে সম্পৃক্ত থাকবে।’’

মামুন/সাজিদ

×