ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বিসিবির আয়োজনে তামিমময় বিপিএল ফাইনাল

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২৩:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বিসিবির আয়োজনে তামিমময় বিপিএল ফাইনাল

তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীনই (গত ১০ জানুয়ারি) জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না। অবসর নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়ে দেয় ফাইনাল শেষে এ বাঁহাতি ওপেনারকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। সেই সম্মাননা মঞ্চে ওঠার আগে শুক্রবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একাদশ বিপিএল আসরের ফাইনাল হয়েছে তামিমময়। 

 

সাড়ে ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তামিম ইকবাল বাংলাদেশের জার্সিতে। সর্বশেষ ম্যাচটি খেলেছেন গত সেপ্টেম্বরে। ওয়ানডে ক্রিকেট দিয়ে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরু। সেই ওয়ানডে দিয়েই ইতি টেনেছেন ক্যারিয়ারের। এবার বিপিএলে তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন আগের মৌসুমের মতোই। আর দলকেও করেছেন টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। 

অধিনায়ক হিসেবে বিপিএলে টানা দুই ট্রফি হাতে তুলেছেন তামিম। ফাইনালে ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দারুন সূচনা দিয়েছেন এবং জয়ের ভিত গড়ে দিয়েছেন। তাই ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন। শিরোপা জয়ের উচ্ছ্বাসের সাথে ম্যাচের পর মনোমুগ্ধকর লেজার শো শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এ বাঁহাতিকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে বিসিবি। 
 
এ সময় তামিমকে নিয়ে নির্মিত বিশেষ ভিডিওচিত্র জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে। তার ক্যারিয়ার নিয়ে সংক্ষিপ্ত বিবরণীনও তথ্যচিত্র প্রদর্শণ করা হয়। বাংলাদেশের জার্সিতে তার কিছু স্মরণীয় মুহুর্ত দেখানো হয়। ভিডিওচিত্রে জাতীয় দলের সতীর্থরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। 

তামিমকে সম্মাননা স্মারক হাতে তুলে দেওয়ার আগে তার দীর্ঘ সময়ের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বক্তব্য রাখেন মঞ্চে উঠে। তামিমের সহধর্মিনী আয়েশা ইকবালও স্মৃতি রোমন্থন করেন তার ক্যারিয়ার নিয়ে। পরবর্তীতে এক ফ্রেমে তিন ফরম্যাটের জার্সি সম্বলিত ছবি উপহার দেওয়া হয় তাকে। এছাড়া পেয়েছেন বিশেষ ক্রেস্ট।

মামুন/তাবিব

×