ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ইয়াসা সাগর না থাকাতেই হারলো চট্টগ্রাম!

প্রকাশিত: ২২:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ইয়াসা সাগর না থাকাতেই হারলো চট্টগ্রাম!

ছবি: সংগৃহীত

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। জমজমাট লড়াইয়ের পর শুক্রবার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩ উইকেটে চিটাগং কিংসকে হারিয়েছে তারা। টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বরিশাল। অধিনায়ক হিসেবে বিপিএলে টানা দুই ট্রফি হাতে তুললেন তামিম ইকবালও। অন্যদিকে ২০১৩ সালের পর দ্বিতীয়বার ফাইনালে উঠে আবারও রানার্সআপ হয়েছে চিটাগং। 

 

এদিকে, অভিনেতা ইরফান সাজ্জাদ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার ভ্যারিফাইড ফেসবুক পেজে লেখেন, ইয়াসা সাগর থাকলে ঠিকই জিততাম... হু! যা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

উল্লেখ্য, ফাইনালের আগের দিন দুপুরে হঠাৎ চিটাগং কিসের হোস্ট ইয়াশা সাগর ভারত চলে গেছেন বলে জানা গেছে।

তাবিব

×