ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

প্রকাশিত: ২২:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

ছবি: সংগৃহীত

ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে এই সাফল্য অর্জন করে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চিটাগং কিংস প্রথমে ব্যাট করে ১৯৫ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে, ফরচুন বরিশাল শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে, রিশাদ হোসেন প্রথম বলেই লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে দলকে জয়ের পথে নিয়ে যান।

পরবর্তী বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইডের মাধ্যমে তিন বল বাকি থাকতেই বরিশাল জয় নিশ্চিত করে। এই জয়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল। বরিশালের ইনিংসে কাইল মায়ার্স এবং মাহমুদউল্লাহ রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে ১৮তম ওভারে শরিফুল ইসলামের বলে মায়ার্স ও মাহমুদউল্লাহ উভয়েই আউট হলে ম্যাচে উত্তেজনা বৃদ্ধি পায়।

শেষ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৮ রান। বোলার ছিলেন হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন এবং এবাদত হোসেন। প্রথম বলেই রিশাদ লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে দলকে জয়ের পথে নিয়ে যান। পরবর্তী বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইডের মাধ্যমে বরিশাল তিন বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে। এই জয়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল

মুহাম্মদ ওমর ফারুক

×