ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গনে একই খেলায় অংশ নেওয়া দম্পতির উদাহরণ ভুরি ভুরি। শুটিংয়ে যেমন ভালোবেসে ঘর বেঁধেছেন ফিরোজ হোসেন পাখী-লাভলী চৌধুরী আঁখি, সাবরিনা সুলতানা-সাইফুল আলম চৌধুরী রিংকি, আবদুল্লা হেল বাকী-সাফারিয়া আক্তার, নাজিফা নাতাশা-শাকিল আহমেদ দম্পতি।
ছবি-১ ক্যাপশন : তারকা শুটার দম্পত্তি রিংকি ও সাবরিনা
তেমনি সাঁতারে আছেন মাহফুজা খাতুন শীলা-শাজাহান আলী রনি, সোনিয়া আক্তার-আসিফ রেজা, কামাল হোসেন-লাবণী আক্তার জুঁই, সবুরা খাতুন-শরীফুল ইসলাম, আসিফ রেজা-সোনিয়া আক্তার টুম্পা দম্পতি। ব্যাডমিন্টনে রয়েছেন আবুল হাশেম-কামরুন নাহার ডানা, এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা, অহিদুজ্জামান রাজু-শাপলা আক্তার জুটি। আরচারিতে রোমান সানা-দিয়া সিদ্দিকী।
ছবি-২ ক্যাপশন : তারকা সাঁতারু দম্পত্তি রনি ও শীলা
উশুকা জিয়াউল হক-শিখা খাতুনও বিয়ে করে সংসার করছেন একসঙ্গে। ভারোত্তোলনে রয়েছে মোল্লা সাবিরা-কাজল দত্ত জুটি। অ্যাথলেটিক্সে রয়েছে মুজিবর রহমান মল্লিক-তাসলিমা রহমান, রেহেনা পারভীন-মিলজার হোসেন, শাহ আলম-হোসনে আরা খানম হাসি, মো. ইসমাইল-তামান্না আক্তার দম্পতি।
ছবি-৩ ক্যাপশন : তারকা আরচার দম্পত্তি রোমান ও দিয়া
ফুটবলে মাহবুবুর রহমান লিটু-মাহমুদা আক্তার অনন্যা, হ্যান্ডবলে হাসান উল্লাহ রানা-রাশিদা, ইশরাত দিনা-কামরুল ইসলাম কিরণ, টেবিল টেনিসে মোহাম্মদ আলী-সোনাম সুলতানা সোমা, মাহবুব বিল্লা-মৌমিতা রুমি,কারাতেতে হোসেন খান মুন-হুমায়রা অন্তরা, হকিতে ফজলে হোসেন-রিতু খানম, সোহানুর রহমান সবুজ-তাসনিম আক্তার মিম দম্পতি।
সেই তালিকায় এবার যোগ হলেন মাবিয়া ও প্রান্ত জুটি। আজ শুক্রবার গাঁটছড়া বেঁধেছেন এই ভারোত্তোলক দম্পত্তি।
রুমেল/আসিফ