ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বাটলার কতটা নিষ্পাপ?

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বাটলার কতটা নিষ্পাপ?

ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের সঙ্গে ১৮ সিনিয়র ফুটবলারের দন্দ্বে ক্রীড়াঙ্গন এখন উত্তাল। ৫৮ বছর বয়সী এই ব্রিটিশ কোচের অপসারণ চেয়ে সাবিনারা হুমকি দিয়েছেন। কম যাননি বাটলারও। তিনি বাফুফেকে জানিয়ে দিয়েছেন সাত সিনিয়র ফুটবলারকে দল থেকে বাদ দেয়া না হলে তিনি থাকবেন না। এই বিদ্রোহ নাটকে সাবিনাদের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন অধিকাংশ ফুটবলপ্রেমী। সেক্ষত্রে সবসময়ই বাফুফের সমর্থন পাওয়া বাটলার ছিলেন তুলনামূলক সুবিধাজনক অবস্থানে।

 

কিন্তু, গণমাধ্যমে তার অতীতের কোচিং কর্মকাণ্ডের অনেক কীর্তি ফাঁস হওয়াতে এখন আর তেমন অবস্থানে নেই বাটলার। 
কোচিং ক্যারিয়ারে একাডেমি, ক্লাব ও জাতীয় দল সবমিলিয়ে ১৯টি দলের কোচ ছিলেন বাটলার। এর মধ্যে জাতীয় দল তিনটি। এগুলোর মধ্যে নারী দল একটিই-বাংলাদেশ। 

জানা গেছে, ২০১২ সালে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফএ ক্লাব নির্ধারিত চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগেই তাকে বরখাস্ত করেছিল। বাটলার তার দলের গোলরক্ষককে কোনও প্রমাণ ছাড়াই ম্যাচ পাতানোর অভিযোগে এবং আরও দুই ফুটবলারকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

২০১৪-২০১৭ সাল পর্যন্ত বতসোয়ানার গাবোরোন ইউনাইটেড ক্লাবের ফুটবল পরিচালক ছিলেন বাটলার। ওই সময় তিনি একাধিক ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেন।

 

২০১৯-২০২২ সাল পর্যন্ত বাটলার ছিলেন লাইবেরিয়ার জাতীয় দলের কোচ। ওই সময়ে লাইবেরিয়া জাতীয় দলের স্ট্রাইকার স্যাম জনসনকে কটাক্ষ করে তাকে ‘দলের বোঝা’ বলে বিতর্কের জন্ম দেন। এছাড়া কোনও নিয়মনীতি ও স্বচ্ছতার তোয়াক্কা না করে লাইবেরিয়া ফুটবল অ্যাসোসিয়েশেনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ক্লাবের ফুটবলারদের নিয়ে জাতীয় দল গড়েন তিনি। এরপর তো বাংলাদেশ নারী দলের হয়ে গত সাফ চলাকালীন যা করেছেন বা বলেছেন, তা তো সবারই জানা।

রুমেল খান/ তাবিব

×