ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

তামিমের মতে এবারের বিপিএলে যে দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি

প্রকাশিত: ১৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

তামিমের মতে এবারের বিপিএলে যে দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি

ছবি: সংগৃহীত

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের পর্দা নামতে যাচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা টি-টোয়েন্টি এই লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। আজ এক সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, ‘ফাইনালে যে দল শান্ত থাকবে, সেই দলই চ্যাম্পিয়ন হবে। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে আমি অনেক চাপ অনুভব করেছি, তবে ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও স্বাভাবিকভাবে যাবে।’ তিনি আরও বলেন, ‘ফাইনালে অনেক বেশি শান্ত থাকতে হবে। চাপ না নিতে পারলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। শান্ত থাকার চাবিকাঠি হলো ফাইনালে জেতার সুযোগ বেশি হওয়া।’

নিজের দলের ক্রিকেটারদের প্রশংসা করে তামিম বলেন, ‘আমাদের দল অনেক অভিজ্ঞ। নানা পরিস্থিতি তারা ভালোভাবে মোকাবিলা করেছে। অভিজ্ঞতা খুব বড় ব্যাপার। আমাদের দলে একটি রিল্যাক্স কালচার আছে, আমরা কখনো কিছু সীমার বাইরে করি না, জয় বা পরাজয়ে সাড়া দেই না।’

এছাড়া, বরিশালে ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে তামিম বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা যাই হোক, আমাদের দলের ক্রিকেটারদের প্রতি সম্মান রাখা হয়। তারা ভালো খেলুক বা খারাপ খেলুক, সম্মান কখনো কমে না। পারফরম্যান্সের জন্য অতিরিক্ত প্রশংসা বা সমালোচনা নেই। আমি মনে করি, এটি আমাদের উন্নতির মূল কারণ।’

রেজা

×