ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সেমিতে অ্যাটলেটিকো মাদ্রিদ

গোলের উচ্ছ্বাস অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের

চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছে ডিয়েগো সিমিওনের দল। মাদ্রিদের অন্যতম সেরা ক্লাবটি পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছে কোপা ডেল’রেতেও। মঙ্গলবার কোপা ডেল’রের কোয়ার্টার ফাইনালে তারা ৫-০ গোলে গেটাফেকে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।
নিজেদের মাঠ মেট্রোপলিয়ানোতে ৬০ হাজার সমর্থকের সামনে এদিন শুরু থেকেই দাপট দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন ম্যাচের ১৭ মিনিটেই স্বাগতিকদের ২-০ ব্যবধানের লিড এনে দেন ক্লাবটির অভিজ্ঞ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে গুইলিয়ানো সিমিওনে। ৮ মিনিটে প্রথম গোল করার ৯ মিনিট পরই ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন তিনি।

ম্যাচের ৪২ মিনিটে ডি পল আবার গেটাফের জালে বল জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ফলে বড় জয়ের স্বপ্ন দেখে স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ২ গোলের বেশি করতে পারেনি সিমিওনের শিষ্যরা। ৭৮ মিনিটে কোরিয়া দলের হয়ে চতুর্থ আর ৮৬ মিনিটে গেটাফের বিপক্ষে শেষ পেরেকটি ঠুকে দেন সোরলথ। আর তাতেই ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। 
গেটাফের বিপক্ষে ম্যাচে দারুণ পারফর্ম করেছে দলের তরুণ ফুটবলাররা। তাতে ডিয়েগো সিমিওনের তৃপ্তিটা বেশি। ম্যাচের শেষে অ্যাটলেটিকো কোচ বলেন, যখনই এমনটা ঘটে যে একাডেমির যুব খেলোয়াড়রা ভালো খেলে তখনই এটা আমাদের এবং ক্লাবের সমর্থকদের জন্য দারুণ ব্যাপার হয়ে ওঠে। এটা আসলে সবার জন্যই সন্তুষ্টির। যারা এর আগের বছরগুলোতে ভালো করেছে এবং যারা পরবর্তী সময়েও ভালো করবে। 
আগামী শনিবারই স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। শিরোপার জন্য সেই ডার্বি খুব গুরুত্বপূর্ণ। কেননা, টেবিলের ১ ও ২ নম্বরে থাকা মাদ্রিদের দুই জায়ান্টের মধ্যে যে পয়েন্ট ব্যবধান মাত্র ১। মহারণের আগে অ্যাটলেটিকোর এই জয় তাই অনুপ্রেরণার।

×