![বরিশালের সাফল্যের রহস্য ‘ঐক্য’ বরিশালের সাফল্যের রহস্য ‘ঐক্য’](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/sp-2-2502051800.jpg)
কোচ মিজানুর রহমানের সঙ্গে ফরচুন বরিশালের তারকা মাহমুদুল্লাহ রিয়াদ
এবার একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট শেষে আলোচনা হয়েছে ফরচুন বরিশালকে নিয়ে। কারণ প্রায় একই কম্বিনেশন ধরে রাখতে পেরেছে তারা। গত আসরে তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবার বিপিএল শিরোপা জিতেছে তারা। দলের কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। সব মিলিয়ে প্রায় সদৃশ সেটআপ থাকায় এবারও সাফল্য এসেছে।
কারণ ক্রিকেটার-কোচদের মধ্যে একটি বন্ধন ও বোঝাপড়া ভালোভাবে গড়ে উঠেছে। সে কারণেই টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে ফরচুন বরিশাল। এমনটাই মনে করছেন প্রধান কোচ বাবুল। ফাইনালে সবার আগে পৌঁছার পর তারা সুযোগ পেয়েছে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার। বিশ্রামও পেয়েছে। সোমবার প্রথম কোয়ালিফায়ার খেলা কাগজে-কলমে গোছানো ও সুশৃঙ্খল দলটি বুধবার অনুশীলনও করেছে।
আজ আরেকদিন তারা পাচ্ছে প্রস্তুতি নেওয়ার। তাই ফুরফুরে মেজাজে শিরোপা জয়ের আত্মবিশ^াসেই নামবে বরিশাল। এমনটাই বুধবার সাংবাদিকদের জানিয়েছেন কোচ বাবুল।
এ নিয়ে মোট অষ্টমবার বিপিএল খেলছে বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। ২০১২ সালের প্রথম আসরেই রানার্সআপ হওয়া দলটি ২০১৫ ও ২০২২ সালেও রানার্সআপ হয়েছে। আরেকবার খেলেছে প্লে-অফ। গতবার অধিনায়ক তামিম ও প্রধান কোচ বাবুলের জুটি বরিশালকে প্রথম শিরোপা জিতিয়েছে বিপিএলে। সেই সাফল্য ধরে রেখে এবারও দলকে ফাইনালে তুলেছেন তারা। যদিও এবার শুরুর দিকে পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ছিল না বরিশালের।
কিন্তু টানা ৬ ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেই প্লে-অফে জায়গা করে নেয় তারা। এখন শুধু আরেকটি ম্যাচ জিততে হবে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার শেষ হলে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে। সেটি হতে পারে চিটাগং কিংবা খুলনা। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বরিশাল। এত চিন্তা করার কারণও নেই। এ বিষয়ে কোচ বাবুল বলেছেন, প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোটো করা হবে।
যেই আসুক, তাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দলগত সমন্বয়ের ক্ষেত্রে গত বছরের স্কোয়াডের অনেককেই এবার বরিশাল ধরে রাখতে পেরেছে। সেটাও এই সাফল্যের কারণ হিসেবে মনে করেন বাবুল। তিনি বলেছেন, আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো বন্ধন। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে দলের প্রতি একটা অনুভূতি কাজ করে।
এই দরদ থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার। প্রথম থেকেই বলা হচ্ছিল আবার চ্যাম্পিয়ন হবে বরিশাল। কারণ দেশী-বিদেশীদের নিয়ে যেভাবে দল গড়া হয়েছে খুবই ব্যালান্সড একটি স্কোয়াড হয়েছে। ব্যাটিং ও বোলিংয়ে শক্তির গভীরতায় আছে ভারসাম্য। সেটি আর কোনো দলেরই এতখানি নেই।
যার কারণে অনেক সময় ব্যাটিংয়ে টপঅর্ডার ব্যর্থ হলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বরিশাল। আবার বোলিংয়েও অনেক বিকল্প থাকায় সব পরিস্থিতি সামাল দিতে পেরেছে তারা। এ বিষয়ে বাবুল বলেছেন, আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে। ক্রিকেটাররাও বলেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়।