![অবশেষে ঘরোয়া ফুটবলে দল পেলেন জামাল ভুঁইয়া অবশেষে ঘরোয়া ফুটবলে দল পেলেন জামাল ভুঁইয়া](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11-4-2502051517.jpg)
ব্রাদার্স ইউনিয়নের জার্সি নিয়ে জামাল ভুঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কোন ঘরোয়া ক্লাব নেই! কয়েকমাস আগেও বিষয়টা ছিল বিস্ময়কর। তবে সেই বিস্ময়কর অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে শিগগীরই। কেননা ক্লাব ফুটবলে আবারও মাঠে খেলতে দেখা যাবে এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডারকে। এবং সেটা ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত গোপীবাগের ক্লাব ঐতিহব্যাহী ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে।
ইতোমধ্যেই বাংরাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা শেষ। মধ্যবর্তী দলবদল, ফিফা উইন্ডো ও রমজানের ঈদের জন্য প্রথম পর্ব শেষে লিগে পড়ছে প্রায় দুই মাসের লম্বা বিরতি। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। তখনই জামালকে দেখা যাবে ব্রাদার্সের হয়ে মাঠ মাতাতে।
ব্রাদার্সের হয়ে প্রথম পর্বেই খেলার কথা ছিল জামালের। কিন্তু চুক্তি সংক্রান্ত নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। ২০২৪-২৫ মৌসুমের জন্য শুরুতে ঢাকা আবাহনীর সঙ্গে মৌখিকভাবে কথা পাকাপাকি হয়েছিল জামালের। কিন্তু আগস্ট-পরবর্তী সময়ে দেশের পট-পরিবর্তন হলে পরিস্থিতি পাল্টে যায়। আবাহনী চেয়েছিল কম পারিশ্রমিক দিয়ে জামালকে ধরে রাখতে। কিন্তু জামাল রাজি হননি। এরপর আবাহনীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেন জামাল।
এ নিয়ে আবাহনী, বাফুফে ও জামাল-এই তিন পক্ষের মধ্যে চিঠি চালাচালি হয়। এরপর জামাল চুক্তি করেন ব্রাদার্সের সঙ্গে। ক্লাবটির হয়ে অনুশীলনও করেন, কিন্তু নানা জটিলতায় খেলতে পারেননি। তবে লিগের দ্বিতীয় পর্বে খেলবেন। আর কোন বাধা নেই। ৯ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে ১০ দলের মধ্যে পাঁচে থাকা ব্রাদার্সকে কি আরও ওপরে তুলতে পারবেন জামাল?
রুমেল/সাজিদ