ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

টেনিসকে বিদায় বললেন দুই গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১১:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

টেনিসকে বিদায় বললেন দুই গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হ্যালেপ

২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের পরের বছর উইম্বলডন জেতেন সিমোনা হ্যালেপ

চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর কোর্টে ফিরেন সিমোনা হ্যালেপ। এরপর থেকেই ভুগছিলেন ইনজুরিতে। হাঁটুর চোটের কারণে গত মাসে হয়ে যাওয়া  অস্ট্রেলিয়ান ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন রোমানিয়ার এই তারকা। 

তবে চোট কাটিয়ে ট্রানসিলভানিয়া ওপেনে খেলতে নামেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক। কিন্তু লুসিয়া ব্রোঞ্জেত্তির কাছে ৬-১ এবং ৬-১ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। এরপরই টেনিস ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দেন সিমোনা হ্যালেপ।

এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী সিমোনা হ্যালেপ বলেন, 'আমি আমার হৃদয়ের কথা শুনেই এই সিদ্ধান্ত নিয়েছি।'

২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে জীবনের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন হ্যালেপ। ২০১৯ সালে জেতেন স্বপ্নের উইম্বলডন। সাবেক এক নম্বর তারকা জানান, যা চেয়েছিলেন তার সবই পেয়েছেন এই ক্যারিয়ারে। হ্যালেপ বলেন, 'এটা সত্যি ই খুব চমৎকার ব্যাপার যে, আমি যা চেয়েছি তার সবই পেয়েছি। আমি বিশ্ব টেনিসের এক নম্বর খেলোয়াড় হয়েছি। গ্র্যান্ডস্লাম জিতেছি। এসবই আমি চেয়েছিলাম।'

মোস্তফা/আফরোজা

×