ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আমি মেসির চেয়ে ভালো ফুটবল খেলোয়াড়, কেন বলেলেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রকাশিত: ০৯:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আমি মেসির চেয়ে ভালো ফুটবল খেলোয়াড়, কেন বলেলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবিঃ সংগ্রহীত

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "আমি ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি এখন পর্যন্ত এমন কাউকে দেখিনি, যিনি আমার চেয়ে ভালো। আমি এটা মনে থেকে বলছি," বলেন রোনালদো।

তিনি মেসির সঙ্গে তুলনা নিয়ে বলেন, যদিও অনেকেই আর্জেন্টিনার এই সুপারস্টারকে পছন্দ করেন, কিন্তু তার মতে পরিসংখ্যানই তার সেরা হওয়ার প্রমাণ। রোনালদো বলেন, "আমি মনে করি, আমি ফুটবলের সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়। আমি যা কিছুই করি, সেটা ভালোভাবে করি – মাথা দিয়ে গোল করা, ফ্রি কিক, বাম পা, দ্রুততা, শক্তি সব কিছুতেই আমি পারদর্শী।"

রোনালদো আরও বলেন, "এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। কেউ যদি মেসি, পেলে, বা মারাদোনা পছন্দ করেন, আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি, কিন্তু বলতেই হবে, রোনালদো কিন্তু সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়। আমি এখনো কাউকে দেখিনি, যে আমাকে ছাড়িয়ে গেছে।"

এই পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বর্তমানে সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলছেন। গত সোমবার আল ওয়াসলের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজের ৯২৩তম গোলটি করেছেন তিনি।

রোনালদো তাঁর গোলসংখ্যা নিয়ে গর্বিত এবং বলেন, "বিশ্বের সেরা গোল স্কোরার কে? পরিসংখ্যানই সব কিছু। কে সবচেয়ে বেশি মাথা দিয়ে, বাঁ পায়ে, পেনাল্টি, ফ্রি কিক দিয়ে গোল করেছে? আমি সম্প্রতি দেখেছি, আমি বাম পা দিয়ে গোল করার তালিকায় বিশ্বের শীর্ষ ১০-এ আছি, অথচ আমি বাম পা দিয়ে গোল করা খেলোয়াড় নই।"

এছাড়া, রোনালদো সম্প্রতি ফোর্বসের ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছেন। তার সোশ্যাল মিডিয়া অনুসরণকারী সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়েছে।

এখনও ৩৯ বছর বয়সী রোনালদো ফুটবল ছাড়ার চিন্তা করছেন না এবং আগামী বুধবার তিনি ৪০ বছরে পা রাখবেন।

তথ্যসূত্রঃ https://www.aljazeera.com/sports/2025/2/4/ronaldo-says-he-is-better-than-messi-in-greatest-football-player-debate

মারিয়া

×