ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হত্যা ও ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছেন, দাবি ফুটবলার সুমাইয়ার 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

হত্যা ও ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছেন, দাবি ফুটবলার সুমাইয়ার 

ফুটবলার সুমাইয়া

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ অভিযোগ করেন তিনি। পোস্টে তিনি লিখেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। যে কারণে তিনি তার ও সতীর্থদের পক্ষ থেকে ইংরেজিতে একটি বার্তা লিখে দেন। এরপর থেকে লাগাতার হুমকি পাচ্ছেন তিনি।

সুমাইয়া নিজের পরিচয় দিয়ে স্ট্যাটাসে লিখেছেন, ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থী হয়েও স্কুল টুর্নামেন্ট দিয়ে ফুটবলে যাত্রা শুরু করেন তিনি। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন্সশিপ জয়ী দলের অংশ হিসেবেও নিজেকে উল্লেখ করেন। কিন্তু, এই ফুটবল তার জন্য এক তিক্ত-মধুর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, তরুণদের ফুটবলে আগ্রহী করতেই আমি ফুটবলে যাত্রা শুরু করি। আমি দেখাতে চেয়েছিলাম, চেষ্টা এবং সংকল্প থাকলে যেকোন বাধা পেরোনো সম্ভব। কিন্তু আজ আক্ষেপ নিয়ে বসে আছি। আক্ষেপ হিসেবে উল্লেখ করেন– পড়াশুনা, পরিবার ও ঈদের আনন্দ ত্যাগ করে দেশের জন্য খেললেও কেউ তাদের সে ত্যাগের প্রশংসা করেনি।

সুমাইয়া জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশি নারী ফুটবলার। ফুটবল খেললে দেশ তার পাশে থাকবে বাবা-মাকে এমনটি বুঝিয়েছিলেন তিনি। সুমাইয়া তার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ফুটবল খেলতে আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল, বিপদে দেশের পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটসদের মানসিক স্বাস্থের কথা ভাবে না।

আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তা বিবেচনা করে আমি ও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে, আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমনসব কথা বলা হচ্ছে, যা আমি কল্পনাতেও আনতে পারি না।

স্বপ্ন অনুসরণ করায় কারও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না বলেও পোস্টে লিখেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী ফুটবলার। তিনি বলেন, আমি জানি না, এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও কতদিন লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি, স্বপ্ন পূরণের পথে হাঁটায় কারও এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা ঠিক না।

উল্লেখ্য, সাফ জয়ী কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিং, বাজে ব্যবহারের অভিযোগ এনে সংবাদ মাধ্যমকে একটি লিখিত অভিযোগ দেন বেশ কিছু নারী ফুটবলার। জানা গেছে, ওই অভিযোগই চিঠি আকারে ইংরেজি ভাষায় বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে দিয়েছেন নারী ফুটবলাররা। চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া। এরপর থেকে হুমকি পাচ্ছেন তিনি। 

বর্তমানে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু বাংলাদেশের নারী ফুটবল; আরও পরিষ্কার করে বললে ফুটবলার ও কোচের দ্বন্দ্ব। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে অবসরের হুমকি দিয়েছেন সাফজয়ী ফুটবলারদের বড় একটি অংশ। বিপরীতে তাদের বাদ দিয়েই কোচিং করানোর পাল্টা হুমকি দেন কোচ বাটলার। এরইমধ্যে সাফজয়ী তারকা মাতসুসিমা সুমাইয়া অনলাইনে ‘হত্যা ও ধর্ষণের’ হুমকি পাওয়ার অভিযোগ করেছেন!

শহীদ

×