মোহাম্মদ সালাহ
অর্ধযুগ আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনাই সঙ্গী হয় অলরেডদের। দীর্ঘ ৩০ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও চ্যাম্পিয়ন হয় লিভারপুল। এরপর আর লিগ শিরোপা জিততে পারেনি তারা।
লিভারপুলের প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক ছিলেন মোহাম্মদ সালাহ। এই দুই গৌরবময় টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধারে চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড।
বয়সে বত্রিশকেও ছাড়িয়ে গেছেন মোহাম্মদ সালাহ। তার অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই উড়ছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগ সর্বত্রই এখন দাপট দেখাচ্ছে ইংলিশ জায়ান্টরা। যদিওবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচেই খর্ব শক্তির দল পিএসভির কাছে হেরেছিল আর্নে স্লটের দল। তবে লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। শনিবার বোর্নমাউথের মাঠ থেকে ২-০ গোলের সহজ জয় নিয়ে বাড়ি ফিরে তারা।
লিভারপুলের হয়ে দুটি গোলই করেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ।
আর তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার ছয় নম্বরে থাকা কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে ছাড়িয়ে যান সালাহ। ১৭৭ গোল করে এতদিন এই তালিকার ছয়ে অবস্থান করছিলেন ইংল্যান্ডের সাবেক এই তারকা। শনিবার বোর্নমাউথের বিপক্ষে ডাবলসের সৌজন্যে ১৭৮ গোল নিয়ে এখন তালিকার ছয় নম্বরে উঠে এসেছেন সালাহ।
যেখানে ২৬০ গোল করে তালিকায় সবার উপরে রয়েছেন ইংলিশ ফুটবলের আরেক কিংবদন্তি অ্যালান শিয়েরার। শুধু কী তাই? চলতি মৌসুমের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়া মিসরীয় ফরোয়ার্ড এদিন আরও এক মাইফলক স্পর্শ করেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন তিনি। বর্তমানে তার গোলসংখ্যা ৩০১টি।
সালাহর কীর্তি অবশ্য এখানেই শেষ নয়? বোর্নমাউথের জালে দুইবার বল জড়িয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ২৫ গোল করেন তিনি। যার ২১টিই প্রিমিয়ার লিগে। এর ফলে পাঁচটি প্রিমিয়ার লিগের মৌসুমে প্রতিপক্ষের জালে ২০ কিংবা তারও বেশি গোল করার নজির গড়েন সালাহ। এই তালিকায় তার উপরে কেবলমাত্র তিন জন। অ্যালান শিয়েরার (সাত), সার্জিও অ্যাগুয়েরো আর হ্যারি কেন (উভয়ই সমান ছয়বার করে)।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে লিভারপুলের জার্সিতে ২৩ ম্যাচ থেকে ২১ গোল করেছেন এই মিসরীয় ফরোয়ার্ড। সেইসঙ্গে প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও তিনি। ১৯ গোল করে তার পরে অবস্থান করছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড অবশ্য ম্যাচ খেলেছেন ২৪টি।
নিউক্যাসল ইউনাইটেডের ইসাক ও নটিংহ্যাম ফরেস্টের উড সমান ১৭টি করে গোল নিয়ে যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন। মোহাম্মদ সালাহর পর প্রিমিয়ার লিগে এবার লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোল কোডি গ্যাকপো এবং লুইস দিয়াজের। তাদের উভয়ই এবার সমান ৮টি করে গোল করেছেন।
শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিভারপুল এবার দুর্দান্ত খেলছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের নতুন ফরম্যাটে অলরেডরা এতটাই চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছে যে, গ্রুপের ১ নম্বর দল হিসেবেই পরের রাউন্ডে টিকিট নিশ্চিত করেছে।
যেখানে সালাহ ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। ২০১৭ সালে সিরি’এ লিগের দল এএস রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন মোহাম্মদ সালাহ। এরপর জার্গেন ক্লপের অধীনে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই প্রতিষ্ঠিত করেন তিনি।