ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

জাতীয় স্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ২১:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় স্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়

চ্যাম্পিয়ন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা

৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুষ্টিয়া সদর উপজেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

আজ ( ৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। 

উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকতা ধরে রেখে সেরার মর্যাদা অর্জন করেছে উজানগ্রাম ইউনিয়ন তথা সদর উপজেলার অন্যতম সেরা বিদ্যালয় দুর্বাচারা। নিজেদের বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দে মাতোয়ারা হয়েছে দুর্বাচারা হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গ্রামবাসী। মেয়েদের গৌরবময় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৮৮ রান করে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া ওয়ানডাউনে নামা মোছাঃ জুঁই খাতুন ব্যক্তিগত সর্বোচ্চ ২২ রান। অসাধারণ ব্যাটিং করে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন দুর্বাচারার জুঁই। 

৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্বাচারার মেয়েদের বোলিং তোপে মাত্র ২৭ রানে অলআউট হয় কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মোছাঃ মিম খাতুন ও বৈশাখী খাতুন ৩টি করে উইকেট লাভ করেন। কবুরহাটের রুপান্তি সর্বোচ্চ ৪ রান করেন।

আশিক

×