ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শনিবার শুরু

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছেন জাকের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছেন জাকের

১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।আগেই অনুশীলন শুরু করেছেন জাকের আলী অনিক / ছবি : সংগৃহীত

হার্ড হিটার উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ইতোমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার যাত্রা শেষ করেছেন। তার দল সিলেট স্ট্রাইকার্স বিদায় নিয়েছে প্রাথমিক পর্ব থেকেই। তাই মঙ্গলবার থেকেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। লক্ষ্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করা। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে অবশ্য ৮ ফেব্রুয়ারি।  

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। বাকি দুই ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। 

বিপিএল শেষ হবে ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে। এর মাত্র ১২ দিন পরই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে খেলার জন্য ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাই রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক আগেই দল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে বিপিএল ফাইনালের পরদিন (৮ ফেব্রুয়ারি)। 

প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল ফাইনালের আগের দিনই স্পিন পরামর্শক মুশতাক আহমেদ বাংলাদেশে আসবেন এবং প্রথম দিন থেকে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনে উপস্থিত থাকবেন। তবে ইতোমধ্যেই ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন কয়েকজন ক্রিকেটার। জাকের আলী অনিকসহ কয়েকজন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন আজ। 

বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত টি২০ ফরম্যাটের বিপিএল নিয়ে। শুক্রবার ফাইনাল দিয়ে শেষ হবে এই আসরটি। তবে যে ক্রিকেটারদের দল প্লে-অফে উঠতে পারেনি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন তারা অনেকেই ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন। 

শুক্রবার আসবেন স্পিন পরামর্শক মুশতাক এবং পরদিন থেকে যোগ দেবেন তিনি বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনে। সেখানে চূড়ান্ত দলের বাইরের কিছু ক্রিকেটারও থাকতে পারেন। প্রধান কোচ সিমন্স বিকল্প প্রস্তুত রাখার জন্যই বিপিএলে ভালো করা কয়েকজনকে পরখ করবেন।
 

মোঃ মামুন রশীদ/মো. মহিউদ্দিন

×