ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

হামজাকে নিয়ে বাফুফের যে বিশেষ পরিকল্পনা

প্রকাশিত: ২০:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

হামজাকে নিয়ে বাফুফের যে বিশেষ পরিকল্পনা

হামজাকে নতুন স্পন্সরের জার্সি পড়ানোর পাশাপাশি তাকে সংবর্ধনাও দিতে চায় বাফুৃফে

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের শিলংয়ে অবস্থিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে মাঠে নামার কথা রয়েছে হামজা চৌধুরীর। জাতীয় দলের এই নতুন তারকাকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই ম্যাচে নতুন স্পন্সরের জার্সি পরে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল এমনটাই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ।  

এই ম্যাচে প্রথমবার দেশের জার্সি গায়ে জড়াবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। দলের সঙ্গে যোগ দিতে আগে বাংলাদেশে আসতে চান তিনি। তাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। হামজা নিজে চান আগে ঢাকায় এসে এরপর দলের সঙ্গে যোগ দিতে।

এ নিয়ে আজ মঙ্গলবার বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হামজা চৌধুরী মাত্রই তার নতুন ক্লাবে (শেফিল্ড ইউনাইটেড) যোগ দিয়েছে। তাকে দেশের আনার জন্য আমরা তার আগের ক্লাবের (লেস্টার সিটি) সঙ্গে যোগাযোগ করেছিলাম। এখন যেহেতু নতুন ক্লাবে গেছে তো সেই ক্লাবের সঙ্গেও আমরা যোগাযোগ শুরু করে দিয়েছি। তার আসার ব্যাপারে কথা বলছি, এখনও চূড়ান্ত কিছু হয়নি। ’ 

‘তবে আমরা যদি ন্যূনতম উইন্ডো (ফিফা) পাই তবে তার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করব। আর সেও চায় ঢাকায় আগে এসে এরপর সৌদিতে ক্যাম্পে যাবে। সবকিছু আসলে নির্ভর করছে আমরা কতটুকু সময় পাই তার ওপর।’

রুমেল খান/ আশিক

×