সুমাইয়ার (ডানে) ‘ব্রেনওয়াশ’ করেছেন সাবিনা, এমনটাই অভিযোগ বাফুফের।
‘ফেডারেশন থেকে (মাহফুজা আক্তার কিরণ, বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন) আমার বাবাকে ফোন করে বলেছে, আমাকে যেন ক্যাম্পে না পাঠায় এবং আমাকে সাবিনারা ব্রেনওয়াশ করছে তাই আমি যেন তাদের সঙ্গ ত্যাগ করি।’
গণমাধ্যমকে চাঞ্চল্যকর এই তথ্যটি জানিয়েছেন মাতসুশিমা সুমাইয়া। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জাপানি বংশোদ্ভুত এই ফুটবলার এখন নানা কারণে আলোচিত। জাতীয় দলের যে ১৮ সিনিয়র ফুটবলার দলের হেড কোচ পিটার বাটলাররের অপসারণ চেয়ে কঠোর আন্দোলন করে ক্রীড়াঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন, সুমাইয়া তাদেরই একজন।
এই ফরোয়ার্ড মূলত আলোচনায় আসেন দলের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে তিন পাতার একটি ইংরেজি চিঠি লিখে, যাতে বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগে ভরা ছিল।
এরপরই বাফুফে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং সুমাইয়াকে ওই চিঠির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এরই জের ধরে কিরণ নাকি সুমাইয়ার বাবাকে ফোন করেন।
সুমাইয়া আরও জানান, ‘আমি বাবাকে পুরো বিষয়টি বুঝিয়েছি। বাবা আমার কথায় আশ্বস্ত হয়েছে। আমি খুব সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে রয়েছি। যা করছি সজ্ঞানেই এবং শেষ পর্যন্ত এর সঙ্গেই থাকব।
রুমেল/সাজিদ