ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পেলে, ম্যারাডোনা, মেসি নয়; রোনালদোই ইতিহাসের সেরা খেলোয়াড়?

প্রকাশিত: ১৬:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পেলে, ম্যারাডোনা, মেসি নয়; রোনালদোই ইতিহাসের সেরা খেলোয়াড়?

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো নিজের অবস্থান নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। তিনি বলেন, "মানুষ মেসি, ম্যারাডোনা বা পেলের নাম বলতে পারে, কিন্তু আমি নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মনে করি। আমি সত্যিই বিশ্বাস করি, আমিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।"

সম্প্রতি রোনালদো তার ক্যারিয়ারের সাফল্য ও নিজের দক্ষতা নিয়ে এই মন্তব্য করেন। তার এই উক্তি ফুটবল বিশ্বের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যেখানে অনেকেই তাকে মেসি, পেলে বা ম্যারাডোনার সঙ্গে তুলনা করেন। তবে, রোনালদো নিজে বিশ্বাস করেন, তার অর্জন এবং প্রতিভার পরিপূর্ণতার কারণে তিনি ফুটবল ইতিহাসে সেরা।

এই মন্তব্যটি রোনালদোর অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রমাণ হিসেবে অনেকের কাছে বিবেচিত হচ্ছে। যেখানে মেসি, পেলে, ম্যারাডোনার মতো ফুটবল আইকনদের নাম আছে, সেখানে তার এই দাবি অনেকের কাছে কিছুটা আক্রমণাত্মক মনে হয়েছে। 

রোনালদোর খেলোয়াড়ি জীবন মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে পরিপূর্ণ, তবে এই কিংবদন্তির নিজস্ব বিশ্বাস তাকে আরও শক্তিশালী করে তুলেছে। ৫ বার ব্যালন ডি'অর জেতা, বিশ্বকাপে অংশগ্রহণ, লা লিগা, প্রিমিয়ার লিগসহ বিভিন্ন দেশে শিরোপা অর্জন এবং পেশাদার ফুটবল জীবনে অসংখ্য রেকর্ড ভেঙে ফেলা—সবকিছু মিলিয়ে রোনালদোকে এক দশক ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়।

রোনালদো তার সাম্প্রতিক মন্তব্যে আরও যোগ করেন, "আমার লক্ষ্য ছিল সবসময় নিজের সেরা সংস্করণ হওয়া এবং বিশ্ব ফুটবলে অন্যদের থেকে আলাদা কিছু করা। আমি বিশ্বাস করি, আমি ফুটবলকে আমার নিজেরভাবে উপস্থাপন করেছি।"

এদিকে, রোনালদোর এই মন্তব্যের পর ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ তাকে সেরা ফুটবলার হিসেবে মেনে নিয়েছেন, আবার কেউ তার এই দাবিকে একটু বেশি আত্মবিশ্বাসী বলে মনে করছেন।

তৌহিদ

×