ম্যাচের শেষ মিনিটে সমতাসূচক গোলের পর ইন্টার মিলানের ডিফেন্ডার স্টিফানের উল্লাস
ইতালিয়ান সিরি’এ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দুর্দান্ত খেলছে তারা। রবিবার ইতালিয়ান সিরি’এ লিগে মিলান ডার্বিতে স্টেফান ডি ভ্রিজের শেষ মুহূর্তের গোলে কোনোরকমভাবে ১-১ সমতায় শেষ করে ইন্টার।
এসি মিলানের বিপক্ষে এই ড্রয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে ইন্টার মিলান। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে নাপোলি। ইন্টারের সমান ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান টেবিলের ৮ নম্বরে।
ইতালির দুই জায়ান্ট এসি মিলান বনাম ইন্টার মিলানের লড়াই ড্রয়ে শেষ হলেও এদিন বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। নিজেদের মাঠে এদিন তারা ৪-১ গোলে বিধ্বস্ত করে এম্পোলিকে। আরেক ম্যাচে ফিওরেন্টিনা ২-১ ব্যবধানে হারায় জেনোয়াকে। তবে রোমা-নাপোলির দ্বৈরথও শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
ইতালিয়ান সুপার কাপে চলতি বছরের প্রথম ডার্বিতে ৩-২ ব্যবধানে জিতেছিল এসি মিলান। লিগের ম্যাচে রবিবার সান সিরোয় মুখোমুখি হয় দুই দল। তবে প্রথমার্ধে এসি মিলানকে এগিয়ে দেন টিয়ানি রেইন্ডার্স। প্রথমার্ধের ৪৫ মিনিটে রাফায়েল লিয়াওয়ের কোনাকুনি শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে জড়ান মিলানের এই ডাচ মিডফিল্ডার।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল না হলে জয়ের স্বপ্ন নিয়েই মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় ইন্টার। বা পায়ের দারুণ শটে গোল করেন ডিফেন্ডার ডি ভ্রিজ। আর তাতেই উল্লাসে মাতে সফরকারী শিবির।