ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

রংপুর রাইডার্সের অবিশ্বাস্য পতন

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রংপুর রাইডার্সের অবিশ্বাস্য পতন

এভাবেই বারবার মাথা নত হয়েছে সৌম্য সরকারদের

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ছোট্ট ফরম্যাটের টি২০ এখন আরও বেশি অনিশ্চয়তায় ভরপুর। বাইশ গজে ২০ ওভারের চার-ছক্কার ধুন্ধুমার দ্বৈরথে বড়-ছোট বলে কিছু নেই। আজ রাজা তো কাল ফকির। ভাগ্যচক্রে রাজা একদিন গাছতলায় ঘুমাতেই পারেন। তাই বলে পরনের কাপর পর্যন্ত থাকবে না, সেটা কী করে হয়, বিপিএলে রংপুর রাইডার্সের অবস্থা যেন তেমন!

বাংলাদেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ক্যারিবীয় দ্বীপ গায়ানা থেকে গ্লোবাল টি২০ টুর্নামেন্টের শিরোপা জিতে আসা নুরুল হাসান সোহানের দল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রীতিমতো উড়ছিল। প্রাথমিক পর্বে (রাউন্ড রবিন লিগ) একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে টানা আট জয়ে যখন সবার আগে প্লে-অফ নিশ্চিত করে, অনেকেই বলছিলেন ‘এই রংপুরকে থামাবে কে?’ এরপরই রথের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করল। টানা আট জয়ের পর টানা পাঁচ হারে বিদায় নিল ‘এলিমিনেটর’ থেকে।
রংপুর রাইডার্স এমনিতেই পারফর্মারে ঠাসা। তার ওপর আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিঞ্চদের মতো তিন গ্লোবাল তারকাকে  উড়িয়ে এনে খুলনার বিপক্ষে জীবন-মরণ ম্যাচে খেলতে নামে সোহানের দল। অথচ ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে সোমবার একমাত্র টস জেতা ছাড়া আর কিছুই করতে পাারেনি তারা। জঘন্য ব্যাটিংয়ের প্রদর্শনীতে ১৬.৫ ওভারে অলআউট মাত্র ৮৫ রানে।

সোহান (২৫ বলে ২৩) এবং আকিভ জাভেদ (১৮ বলে ৩২) ছাড়া কেউ দুই অঙ্কে পা-রাখতে পারেননি। ১০.২ ওভারে ৯ উইকেটের জয়ে সেই রান টপকে কোয়লিফায়ার-২এ উঠে গেছে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। টানা আট জয়ে উড়তে থাকা রংপুরকে নবম ম্যাচে মাটিতে নামিয়েছিল পেমেন্ট ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী (২৪ রানের জয়)।

ঢাকায় এসে রাজশাহীর কাছে ফিরতি ম্যাচে হার ২ রানে, এরপর চিটাগং কিংসের কাছে ৫ উইকেটে। এলিমিনেটরের ঠিক আগে লিগ পর্বের নিজেদের শেষ ম্যাচে এই খুলনার কাছেই ৪৬ রানে হারে সোহানরা। ক্রিকেট যতই অনিশ্চয়তার খেলা  হোক টানা আট জয়ের পর দুর্ধর্ষ একটা দলের টানা পাঁচ হারÑ বিপিএলে তো বটেই, বিশ্বের ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টের ইতিহাসেই বিরল!
দায় স্বীকার করলেও ম্যাচ শেষে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল অবশ্য কিছু থোরা যুক্তি দেখানোর চেষ্টা করেছেন,‘আমরা এমন দল গড়েছিলাম যারা পুরো টুর্নামেন্টে খেলতে পারবে। খুশদিল শাহ আমাদের গ্লোবাল টি২০ থেকে দলে ছিল। সে আমাদের একটি ম্যাচ জিতিয়েছে এবং দলের শীর্ষ পারফরমারদের একজন ছিল। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ায় তার চলে যাওয়া আমাদের জন্য বড় ধাক্কা। স্থানীয় কেউই তার শূন্যস্থান পূরণ করতে পারেনি।’ 
চলতি বিপিএলে শুরু থেকেই রংপুরের হয়ে খেলছিলেন ইফতিখার আহমেদ। কয়েক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন পাকিস্তান অলরাউন্ডার। এলিমিনেটরে ভিঞ্চ-রাসেল-ডেভিডদের কারণে তাকে রাখা হয়নি, ‘টিম ম্যানেজমেন্ট বড় নামের ক্রিকেটারদের খেলাতে চেয়েছিল। এর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক নেই।

আমাদের সমস্যা ছিল শুরুতেই বেশি উইকেট হারানো। এটাই হারের মূল কারণ। টি২০ খুব স্বল্প দৈর্ঘ্যের খেলা। একবার ছন্দ হারালে সেটা ফিরে পাওয়া কঠিন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সেটি আর সম্ভব হয়নি।’

×