ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সবার আগে ফাইনালে বরিশাল

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ২২:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সবার আগে ফাইনালে বরিশাল

টানা দ্বিতীয়বার বিপিএল ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার চ্যাম্পিয়ন হয় বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। আজ রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালে পা রাখে বরিশাল।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চিটাগং ৯ উইকেটে ১৪৯ রান তোলে। জবাবে ১৭.২ ওভারে ১ উইকেটে ১৫০ রান করে জয় ছিনিয়ে নেয় বরিশাল। 

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে চিটাগং কিংস। মাত্র ৩৪ রানেই ৪ উইকেট হারায় তারা। পাওয়ার প্লে’র ৬ ওভারে অবশ্য ৪২ রান ওঠে। বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন একপ্রান্ত আগলে খেলছিলেন। তার সঙ্গে পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারি ৭৭ রানের জুটি গড়েন। তারা মাত্র ৫০ বল মোকাবেলা করেছেন। এতেই চ্যালেঞ্জিং একটি সংগ্রহের ভিত গড়ে ওঠে। 

পারভেজ ৩৬ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৬ রানে রিশাদ হোসেনের লেগস্পিনে কট অ্যান্ড বোল্ড হয়ে বিদায় নিলে দারুন এই জুটি ভেঙ্গে যায়। পরবর্তী ওভারগুলোতে একাই লড়েছেন শামীম। কারণ আর কেউ দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। 

শামীম মাত্র ২৯ বলে ফিফটি হাঁকান। ১৯তম ওভারে ভয়ঙ্কর বোলিং করেন পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আলী। ৪টি উইকেট নেন মাত্র ২ রান দিয়ে। এর মধ্যে শামীমও শিকার হয়েছেন তার। বাঁহাতি এই বিগ হিটার মাত্র ৪৭ বলে ৯ চার, ৪ ছক্কায় ৭৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তুলতে পেরেছে চিটাগং কিংস। 

হুট করে ফরচুন বরিশালে ডাক পেয়েই এদিন খেলতে নেমে মোহাম্মদ আলী ৪ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। স্বীকৃত টি২০ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকারের গৌরব দেখান তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স কয়েকটি ম্যাচ খেলে দুবাই গিয়েছিলেন। এদিন ফিরে এসেই নেমে ২ উইকেট তুলে নেন।

জবাব দিতে নেমে সতর্ক শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪০ রান তুলে দেন তারা। শেষ পর্যন্ত ৫৫ রানের এই জুটি ভেঙ্গেছেন সৈয়দ খালেদ আহমেদ। ২৬ বলে ৪ চারে ২৯ রান করে বিদায় নেন তামিম। কিন্তু এরপরে এসে ডেভিড মালান ঝড় তুলেছেন। তার সঙ্গে ঝলসে ওঠেন তাওহিদ হৃদয়ও। তাদের তাণ্ডবে চিটাগং বোলাররা দিশেহারা হয়ে যায়। 

চলতি বিপিএলে নিজের প্রথম অর্ধশতক পেয়ে যান তাওহিদ ৪৫ বলে। তারপর খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক মেজাজ দেখিয়েছেন তিনি। দু’জন অবিচ্ছিন্ন থেকে ৯৫ রানের জুটি গড়েছেন মাত্র ৫২ বল থেকে। তাই ১৬ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নেয় বরিশাল। ১৭.২ ওভারে ১ উইকেটে ১৫০ রান তুলে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গত আসরের চ্যাম্পিয়নরা।  

হেরে গেলেও চিটাগং বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে জিতলে সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। এদিন দুপুরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে বিদায় করে দেয় খুলনা।

মামুন/আশিক

সম্পর্কিত বিষয়:

×