ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ফিক্সিং তদন্তে বিসিবির কমিটি

স্পোর্টস রিপোর্টার।

প্রকাশিত: ২১:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ফিক্সিং তদন্তে বিসিবির কমিটি

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরে ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে বলে বেশ কিছু ম্যাচের দিকে সন্দেহের তীর রয়েছে। দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে এ নিয়ে টানা কিছুদিন প্রতিবেদন প্রকাশের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করেছে স্বাধীন তদন্ত কমিটি। এটি ক্রিকেট বোর্ড ও বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগকে (এসিইউ) তদন্ত ও বিশুদ্ধতা নিশ্চিতের জন্য সহায়তা করবে। 

চলমান ১১তম বিপিএলে সন্দেহের মুখে থাকা ম্যাচগুলোতে ফিক্সিং হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য বিসিবির অধীনে স্বাধীন তদন্ত কমিটি করা হয়েছে ৩ সদস্যের। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসেইন হায়দারকে। তিনি এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তদন্ত কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন সাবেক ক্রিকেটার, বিসিবির সাবেক গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান শাকিল কাসেম ও আন্তর্জাতিক আইনজীবি ড. খালেদ এইচ. চৌধুরী। 

কিছুদিন আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, ফিক্সিং কা-ের তদন্তে বিসিবিকে সার্বিক সহায়তা দেবে সরকার। তখন তিনি স্বাধীন তদন্ত কমিটির কথা বলা হলেও সেটি গঠিত হয়নি। অবশেষে আজ সেটি গঠন করে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিল বিসিবি।

মামুন/নুসরাত

×