গোলের পর উড়ছেন লেভানডোস্কি। আলাভেসের বিপক্ষে রবিবার তার গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা
চলতি মৌসুমেই বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পান হ্যান্সি ফ্লিক। তার অধীণে ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন রবার্ট লেভানডোস্কি। রবিবার আলাভেসের বিপক্ষে ১-০ ব্যবধানে বার্সেলোনার জয়ী ম্যাচেও নায়ক সেই লেভানডোস্কি। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৬১ মিনিটে বার্সেলোনার হয়ে গোলটি করেন কাতালানদের এই পোলিশ স্ট্রাইকার।আর তাতেই ২০২৪-২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোল করার নজীর গড়লেন রবার্ট লেভানডোস্কি।
কাতালানদেও হয়ে সব ধরণের টুর্নামেন্টে ৩০ গোল হলেও স্প্যানিশ লা লিগায় এটা তার ১৮তম গোল। সেজন্য তাকে খেলতে হয়েছে ২১ ম্যাচ। লিগে ২০ ম্যাচ থেকে ১৫ গোল করে তার পরেই অবস্থান রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের।
বার্সেলোনার হয়ে লেভানডোস্কির সেরা মৌসুম ২০২২-২৩। সেবার ৪৬ ম্যাচ খেলে ৩৩ গোল করেছিলেন তিনি। এবার ৩২ ম্যাচ থেকে ৩০ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করা লেভানডোস্কি কোথায় গিয়ে থামেন ভক্ত-সমর্থকদের সেটাই এখন দেখার অপেক্ষা।
রবিবার নিজেদের মাঠে আলাভেসের জালে বল জড়িয়ে আরও একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন লেভানডোস্কি। কাতালানদের হয়ে ১২৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ৮৮টি। যা ক্লাবটির সাবেক তারকা রোনাল্ড কোম্যানের সমান। অর্থাৎ এই মুহুর্তে বার্সার জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২৭ নম্বরে অবস্থান করছেন লেভানডোস্কি।
আলাভেসের বিপক্ষে জয়ের ফলে লা লিগার শিরোপার লড়াইও জমিয়ে তুলেছে বার্সেলোনা। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন তাদেও পয়েন্ট ব্যবধান মাত্র ৪। যেখানে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অ্যাটলেটিকো মািদ্রদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে কাতালান ক্লাবটি।
মোস্তফা/আফরোজা