ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

হ্যারি কেনের হাতে সেরা গোলের পুরস্কার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

হ্যারি কেনের হাতে সেরা গোলের পুরস্কার

হ্যারি কেন

গত বছরের ২২ নভেম্বর অগসবার্গের বিপক্ষে বায়ার্নের ৩-০ গোলের ব্যবধানে জয়ী ম্যাচের সব গোলই করেছিলেন হ্যারি কেন। তবে হ্যাটট্রিক পূর্ণ করা অর্থাৎ ম্যাচের অতিরিক্ত সময়ে করা বায়ার্নের এই ইংলিশ স্ট্রাইকারের গোলটি ছিল চোখ ধাঁধানো। কেনের করা সেই গোলটি ছিল ঠিক জার্মান বুন্দেসলিগার লোগোর মতোই।

দর্শনীয় সেই গোলের জন্যই এবার সম্মানজনক ২০২৪ সালের সেরা গোলের পুরস্কার হ্যারি কেনের হাতেই তুলে দিল স্পোর্টসচাউ। শনিবার এই পুরস্কার নিজের হাতে তুলে নেন হ্যারি কেন। এদিনও জোড়া গোল করেন তিনি। আর তাতেই বায়ার্ন মিউনিখ ৪-৩ গোলে পরাজিত করে হোলস্টেইন কিয়েলকে।
এদিন জার্মান বুন্দেসলিগায় রেকর্ডও গড়েন কেন। তাও আবার সেটা করেছেন মাইলফলকের ম্যাচে। হোলস্টেইন কিয়েলের বিপক্ষে ৫০তম ম্যাচ খেলতে নামা ইংল্যান্ড অধিনায়ক জোড়া গোল করে লিগের ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রথম ৫০ লিগ ম্যাচে তার মতো সর্বোচ্চ গোল নেই আর কারও। দুই অর্ধে  হেড করে জাল কাঁপান কেন। তাতে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়া ইংলিশ তারকার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৫।

×