ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে ফিরছেন হান্নান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে ফিরছেন হান্নান

হান্নান

আট বছর বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর গত বছর  মার্চে জাতীয় দলের নির্বাচক কমিটিতে যোগ দেন হান্নান সরকার। ঠিক এক বছরের মাথায় পদত্যাগ করলেন। বিতর্ক বা কোনো ঝামেলা নয়, পছন্দের পেশা কোচিংয়ে ফিরতেই এই সিদ্ধান্ত সাবেক ওপেনারের, সবকিছু খুব ভালোভাবেই চলছিল।

কিন্তু এখন মনে হচ্ছে, এটা তো আসলে দীর্ঘমেয়াদি কোনো ক্যারিয়ার নয়। সর্বোচ্চ হয়তো চার-পাঁচ বছর থাকতে পারি। তারপর তো সরতেই হবে। তখন অন্য কিছু চিন্তা করতেই হবে। সেই চিন্তা চার বছর পরে না করে আমি এখন করছি। 
হান্নান আরও বলেন, গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে যখন ফিরলাম দেশে তখন থেকেই আমার কোচিংয়ে ফেরার পরিকল্পনা ছিল। বিসিবিতে চিঠি দিয়েছিলাম, প্রায় চূড়ান্ত ছিল। পরে যখন জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ার প্রস্তাব এলো তখন ভাবলাম, আট বছর জুনিয়র নির্বাচক ছিলাম, তাহলে জাতীয় দলে করি।

জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ার স্বপ্ন পূরণের পথে ৪২ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার নিজেকে প্রস্তুত করে তুলতে চান এখন থেকেই, জাতীয় নির্বাচকের কাজটা অবশ্যই আকর্ষণীয়। তবে শুধু সম্মানের জন্য তো দীর্ঘদিন এটা চালিয়ে যাওয়া ঠিক নয়। দীর্ঘ সময় দায়িত্বে থাকলে আসলে সম্মানটাও থাকে না। আমার যে সামর্থ্য আছে, আমার বিশ্বাস যে, কোচিংয়ে গেলে ভালো করতে পারব।

ক্রিকেটারদের সঙ্গে তো কাজও করেছি নির্বাচক থাকার সময়। সেই জায়গা থেকে মনে হয়েছে, এখনই সামনে তাকানো উচিত। নিজের দিক থেকে মনে হয়েছে, এসি রুমে বসে না  থেকে মাঠের ক্রিকেটে কাজ করতে পারলে বেশি অবদান রাখতে পারব।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই ২০১০ সালে বিসিবির লেভেল ওয়ান ও পরের বছর লেভেল টু কোচিং কোর্স করেছেন হান্নান। বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা ব্যাটসম্যান পরে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট লিগেও।

×