ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

রিয়ালকে হারিয়ে চমক এস্পানিওলের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

রিয়ালকে হারিয়ে চমক এস্পানিওলের

জয়সূচক গোলদাতা কার্লোস রোমেরোর উদ্যাপন

স্প্যানিশ লা লিগার তলানির দিকে অবস্থান এস্পানিওলের। চলতি মৌসুমের প্রথম ২১ ম্যাচে জয় মাত্র ৫টিতে। অন্যদিকে, লিগ টেবিলে সবার উপরে অবস্থান রিয়াল মাদ্রিদের। শনিবার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকেই হারিয়ে চমকে দিয়েছে এস্পানিওল। নিজেদের ঘরের মাঠে এদিন তারা ১-০ গোলে পরাজয়ের লজ্জা উপহার দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। এই হারে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। 
এস্পানিওলের মাঠে এদিন আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। আরসিডিই স্টেডিয়ামে খেলতে যাওয়ার আগে বাড়তি ভয় কাজ করে লস ব্ল্যাঙ্কোসদের। কেননা, আগের ৫ ম্যাচেই যে দুবার হার নিয়ে বাড়ি ফিরে তারা। শনিবারও সেই জুজু পেয়ে বসে রিয়াল শিবিরে। সাড়ে ৩৩ হাজার ভক্ত-সমর্থকের সামনে এদিনও এস্পানিওলের বিপক্ষে কোনো গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো ম্যাচ শেষের ৫ মিনিট আগে এক গোল হজম করে বসে এমবাপে-ভিনিসিয়াস-বেলিংহ্যামরা।

৮৫ মিনিটে এস্পানিওলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন কার্লোস রোমেরো। যে নাকি, ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপেকে ভয়াবহভাবে ট্যাকল করে ফেলে দিয়েছিলেন। স্প্যানিশ এই লেফট ব্যাকের সেই ট্যাকল ছিল স্পষ্টতই ইচ্ছাকৃত সেসঙ্গে বিপজ্জনকও। কিন্তু শাস্তি হিসেবে তাকে কেবল মাত্র হলুদ কার্ড দেখান রেফারি। আর এই ঘটনার ২৪ মিনিট পরই গোল করে এস্পানিওলকে জেতান রোমেরো। 
তাতেই ক্ষোভে ফেটে পড়েন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। রেফারির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ম্যাচের শেষে।

×