ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

সালাহর ডবলসে শিরোপার পথে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সালাহর ডবলসে শিরোপার পথে লিভারপুল

সালাহর ডবলসে শিরোপা

মৌসুমের শুরু থেকেই উড়ছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগ, সর্বত্রই দাপট দেখাচ্ছে অলরেডরা। যদিওবা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই খর্ব শক্তির দল পিএসভির কাছে হেরে বসে আর্নে স্লটের দল। তবে জয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি তারা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ২-০ গোলে পরাজিত করে বোর্নমাউথকে। লিভারপুলের হয়ে এদিন দুটি গোলই করেছেন দলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। 
লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল বোর্নমাউথ। যে কারণে ঘরের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই শক্তিশালী লিভারপুলকে আতিথ্য দেয় তারা। আর এই ম্যাচেই জ্বলে ওঠেন অলরেডদের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। জয়সূচক দুটি গোলের দুটিই আসে তার পা থেকে।

দুই অর্ধে দুটি গোল করেন তিনি। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টির সৌজন্যে গোল করে প্রথম দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্বাগতিক দলের গোলরক্ষককে হতাশ করে লিভারপুলের ২-০ ব্যবধানের সহজ জয় নিশ্চিত করেন তিনি।
সেই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকার ছয় নম্বরে থাকা কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকেও ছাড়িয়ে যান সালাহ। ১৭৭ গোল করে এতদিন এই তালিকার ছয়ে অবস্থান করছিলেন ইংল্যান্ডের সাবেক এই তারকা ফুটবলার। শনিবার বোর্নমাউথের বিপক্ষে ডবলসের সৌজন্যে ১৭৮ গোল নিয়ে এখন তালিকার ছয় নম্বরে উঠে এসেছেন সালাহ। যেখানে ২৬০ গোল করে এই তালিকায় সবার উপরে রয়েছেন ইংলিশ ফুটবলের আরেক কিংবদন্তি অ্যালান শিয়েরার। 
শুধু তাই নয়? ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এদিন ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন মোহাম্মদ সালাহ। বর্তমানে তার গোলসংখ্যা ৩০১টি। সালাহর কীর্তি অবশ্য এখানেই শেষ হচ্ছে না। জোড়া গোল করে শনিবার চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ২৫ গোল করেছেন তিনি। যার ২১টি প্রিমিয়ার লিগে। এর ফলে পাঁচটি প্রিমিয়ার লিগের মৌসুমে ২০ কিংবা তারও বেশি গোল করার নজির গড়েন সালাহ। এই তালিকায় তার উপরে কেবলমাত্র তিন জন। অ্যালান শিয়েরার (সাত), সার্জি অ্যাগুয়েরো আর হ্যারি কেন (উভয়ই সমান ছয়বার করে)।
বোর্নমাউথকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। ২৩ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্নে স্লটের দল। যেখানে সমানসংখ্যক ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির অবস্থান চারে।

২৩ ম্যাচে তাদের দখলে ৪১ পয়েন্ট। লিভারপুলের জয়ের দিনে হেরে গেছে অ্যাস্টন ভিলা। উল্ভারহ্যাম্পটন একই ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। তবে লিগে শনিবার গোল উৎসব করেছে নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের ঘরের মাঠে ব্রাইটনের জালে এদিন গুনে গুনে ৭বার বল জড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

×