ছবিঃ সংগৃহীত।
আজ ভারত এবং ইংল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে, প্রথমে ভারত ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে ২৪৭ রানের বিশাল একটা ইনিংস যারা খেলে। ভারতের হয়ে অভিষেক শর্মা মাত্র ৫৪ বলে সর্বোচ্চ ১৩৫ রান করে। জবাবে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯০ রান তোলেন। ফলে ভারতের জন্য ম্যাচের জয় নিশ্চিত হয়ে যায়।
ইংল্যান্ড তাদের ইনিংস শুরু করে, কিন্তু তাদের ব্যাটিং একদমই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মাত্র ৯ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ৯০ রান করতে সক্ষম হয়। ভারতের বোলাররা অসাধারণ বল করে ইংল্যান্ডকে একেবারে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে তারা খুব দ্রুত উইকেট হারিয়ে ফেলে। ভারতের এই বিশাল রান সংগ্রহের পর ইংল্যান্ডের জন্য ম্যাচে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জয় করে নিশ্চিত করে।
এই জয়ে ভারত সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখে এবং ম্যাচে আরও একটি বড় স্কোর নিয়ে ভক্তদের আনন্দিত করে।ভারতীয় দল খুব বেশি পরীক্ষার পথে হাঁটেনি, কারণ সিরিজের ফল আগেই নিশ্চিত হওয়ায় মুম্বইয়ে জয় নিশ্চিত করেই সিরিজের ফল ৪-১ করার লক্ষ্য নিয়েছে ভারত। এই ম্যাচে অতিরিক্ত কোনো সিমার খেলানো হয়নি। সূর্য আরও বলেন, "আমাদের দল খুব ভালো ছন্দে আছে, এবং শেষ ম্যাচে সবাই ভালো পারফরম্যান্স দিয়েছে। একদিনের সিরিজের আগে শামির পরীক্ষা এই ম্যাচে, যিনি প্রত্যাবর্তন ম্যাচে উইকেট পাননি।"
ভারত সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তৃতীয় ম্যাচে তাদের কিছুটা ধাক্কা খেতে হয়। তবে পুণেতে ফিরে এসে আবার জয়ের ছন্দে ফিরেছে ভারত। বর্তমানে ভারত ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত হলেও, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ। নিয়মরক্ষার ম্যাচ হলেও, টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য হল জয়ের ধারাকে বজায় রাখা।
মুহাম্মদ ওমর ফারুক