ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম ম্যাচেও জয়ের পথে ভারত

প্রকাশিত: ২০:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম ম্যাচেও জয়ের পথে ভারত

ছবিঃ সংগৃহীত।

পুণেতেই সিরিজ জয় নিশ্চিত করার পর মুম্বইয়ে সিরিজের ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। পঞ্চম তথা সিরিজের শেষ টি২০ ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইন্ডিয়া ইতিমধ্যেই তিন ওভারে এক উইকেট হারিয়ে ৪৪ রান করেছে।

ভারত ও ইংল্যান্ড দলের মধ্যে একটি করে পরিবর্তন ঘটেছে। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শামি, আর বিশ্রাম দেওয়া হয়েছে অর্শদীপ সিংকে। ভারতীয় দলের ব্যাটার সূর্য কুমার যাদব বলেন, "আমরা প্রথমেই ব্যাট করতে চেয়েছিলাম। আমাদের দলে একটি পরিবর্তন করা হয়েছে, শামি দলে এসেছেন অর্শদীপের জায়গায়।" অন্যদিকে, ইংল্যান্ড দলে এসেছেন মার্ক উড, সাকিবের জায়গায়।

ভারতীয় দল খুব বেশি পরীক্ষার পথে হাঁটেনি, কারণ সিরিজের ফল আগেই নিশ্চিত হওয়ায় মুম্বইয়ে জয় নিশ্চিত করেই সিরিজের ফল ৪-১ করার লক্ষ্য নিয়েছে ভারত। এই ম্যাচে অতিরিক্ত কোনো সিমার খেলানো হয়নি। সূর্য আরও বলেন, "আমাদের দল খুব ভালো ছন্দে আছে, এবং শেষ ম্যাচে সবাই ভালো পারফরম্যান্স দিয়েছে। একদিনের সিরিজের আগে শামির পরীক্ষা এই ম্যাচে, যিনি প্রত্যাবর্তন ম্যাচে উইকেট পাননি।"

ভারত সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও রাজকোটে তৃতীয় ম্যাচে তাদের কিছুটা ধাক্কা খেতে হয়। তবে পুণেতে ফিরে এসে আবার জয়ের ছন্দে ফিরেছে ভারত। বর্তমানে ভারত ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে। সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত হলেও, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ। নিয়মরক্ষার ম্যাচ হলেও, টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য হল জয়ের ধারাকে বজায় রাখা।

মুহাম্মদ ওমর ফারুক

×