ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের সমস্যা সমাধান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২০:২৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের সমস্যা সমাধান

১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক জটিলতায় আলোচিত দল দুর্বার রাজশাহী।

দিনভর নাটকীয়তার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচদের দেশে ফেরার ব্যবস্থা নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবার আগে এবারের মতো বিপিএল যাত্রা শেষ হয়েছে দলটির, কিন্তু ৫ বিদেশি রবিবার দুপুর পর্যন্ত আটকে ছিলেন হোটেলে। তাদের দৈনিক ভাতাও বাকি আছে, পারিশ্রমিক বাকি এবং দেশে ফেরার জন্য বিমান টিকেটও পাননি। তাই ৫ বিদেশি ক্রিকেটার সিদ্ধান্ত নেন সেসব না পাওয়া পর্যন্ত ঢাকা ছাড়বেন না তারা। অনেক নাটকীয়তার পর তাদের কয়েকজনের দেশে ফেরার ব্যবস্থা হয় বিকেলে।

 

এবার বিপিএল টি২০ চলার সময়েই দুইবার দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বিদ্রোহ করেছেন। নিয়ম অনুসারে পারিশ্রমিক না দেওয়া, হোটেল ভাড়া পরিশোধ না করায় আরেক হোটেলে ওঠা ইত্যাদি কারণে অনুশীলন ও ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে দেশব্যাপি আলোড়ন তৈরি হয়। তবে এতোকিছুর পরও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কাটেনি। 

সবার আগে এবার বিপিএল প্রাথমিক রাউন্ড শেষ করে দুর্বার রাজশাহী। তবে তখনও প্লে-অফে ওঠার সম্ভাবনা টিকে ছিল। তাই দেশি ক্রিকেটারদের বিপিএল প্রাথমিক রাউন্ড শেষ হওয়া পর্যন্ত হোটেল ছেড়ে নিজ নিজ বাসায় ফেরার নির্দেশ দেয় রাজশাহীর মালিক পক্ষ। অবশ্য বিদেশিরা হোটেলে ছিলেন। 

 

শনিবার শেষ হয়েছে বিপিএলের প্রাথমিক রাউন্ড। কিন্তু দুর্বার রাজশাহীর ৫ বিদেশি ক্রিকেটার হোটেল ছাড়েননি এবং দেশেও ফেরার ব্যবস্থা হয়নি তাদের। কারণ বকেয়া বেতন ও ফেরার বিমান টিকেট দেওয়া হয়নি। শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস ২৫% বেতন পেয়েছেন, বাকিরা এক টাকাও পাননি। দৈনিক ভাতাও বার্লের ১১ দিনের বাকি। বাকিদের অবস্থা আরও খারাপ। 

এ কারণে তারা দেশে না ফেরার সিদ্ধান্ত নেন। তবে রবিবার বিকেলে দুর্বার রাজশাহীর মিডিয়া বিভাগ জানায় ৫ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্সের সমস্যা সমাধান হয়েছে। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে,‘‘জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারেতে ফিরে যাবেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়াারওয়েজে লাহোরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধান কোচ ইজাজ আহমেদ আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। আর মিগুয়েল কামিন্স ৫ ফেব্রয়ারি রওনা হবেন।’’

 

দুর্বার রাজশাহীর আরও দুই বিদেশি ক্রিকেটার মার্ক দেয়াল ও আফতাব আলমের বিষয়ে জানিয়েছে বিমান টিকেট পাওয়ার ওপর তাদের ফিরে যাওয়া নির্ভর করছে। এ বিষয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘‘ক্রিকেটাররা দ্রুতই তাদের বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর ঢাকা ছাড়বেন।’’

মামুন/তাবিব

×