ছবিঃ সংগৃহীত।
রিয়াল মাদ্রিদ ১-০ গোলের ব্যবধানে এসপানিওলের কাছে হেরেছে। এসপানিওলের হয়ে ম্যাচের ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেছেন কার্লোস রোমেরো। এসপানিওলের কাছে এই হার সত্ত্বেও রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে। তবে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান মাত্র ১ পয়েন্টে কমে এসেছে, যা লিগের শীর্ষস্থান বজায় রাখতে রিয়াল মাদ্রিদের জন্য চাপ তৈরি করেছে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি রোমেরোর ফাউলে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ব্যাখ্যা করা কঠিন। সবাই দেখেছে কী ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়ের সুরক্ষা। স্পষ্টতই এটি একটি ফাউল ছিল, যা খুবই কুৎসিত ছিল। সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি, কিন্তু ভিএআর ছিল, সুতরাং লাল কার্ড না দেখানো আমাদের কাছে ব্যাখ্যাতীত।"
এই হারের পর রিয়াল মাদ্রিদের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ, কারণ আতলেতিকো মাদ্রিদ তাদের কাছাকাছি চলে এসেছে এবং শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ম্যাচের ৬১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে প্রতি আক্রমণে থামাতে গিয়ে তাকে স্পষ্টভাবে ট্যাকল করেন এসপানিওলের লেফট ব্যাক কার্লোস রোমেরো। রোমেরোর ট্যাকলটি ছিল ইচ্ছাকৃত এবং বিপজ্জনক, এবং রেফারি তাকে হলুদ কার্ড দেখান। ২৪ মিনিট পর সেই রোমেরোই গোল করেন, যার মাধ্যমে এসপানিওল ১-০ ব্যবধানে জয় লাভ করে।
এদিকে, রোমেরো নিজে ম্যাচ শেষে এই ফাউল নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন। তিনি ডিএজেডএনকে বলেন, "আমি জানতাম, এমবাপ্পে যেভাবে দৌড়াচ্ছিল, তাকে থামানো কঠিন ছিল। সেই কারণে আমি যেভাবে চ্যালেঞ্জ করা প্রয়োজন ছিল, সেটাই করেছি। এটা কিছুটা কুৎসিত ছিল এবং আমি এতে নিজেও খুশি ছিলাম না। আমি এমবাপ্পের কাছে দুঃখপ্রকাশ করেছি।"
আনচেলত্তি আরেকটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতি পরোক্ষ অসন্তুষ্টি প্রকাশ করেন। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল বাতিল হয় এমবাপ্পের একটি ফাউলের কারণে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, "ম্যাচে আমরা নিয়ন্ত্রণে ছিলাম, দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেছি, কিন্তু আবার একটি গোল বাতিল হয়েছে, এবং বল বারেও লেগেছে।"
মুহাম্মদ ওমর ফারুক