ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

অজেয় বার্সাকে রুখে স্মরণীয় জয় লেভান্তের

প্রকাশিত: ১৯:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৫

অজেয় বার্সাকে রুখে স্মরণীয় জয় লেভান্তের

ছবিঃ সংগৃহীত।

স্প্যানিশ লা লিগার একটি স্মরণীয় ম্যাচে, লেভান্তে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে। এই জয়ের মাধ্যমে লেভান্তে শুধু বার্সেলোনার অজেয় রানের অবসান ঘটায়নি, বরং পুরো ফুটবল দুনিয়াতেই আলোচনার জন্ম দিয়েছে। এটা ছিল বার্সেলোনার জন্য এক বিরল হার, কারণ তারা চলতি মৌসুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল এবং অজেয় হিসেবে খেলছিল। 

গোলের জন্য ৪৭টি শট নিয়েও লিগা ফেমিনায় বার্সেলোনার অজেয় যাত্রা রুখে দিল লেভান্তে। তাদের আক্রমণের বন্যা প্রতিহত করে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে লেভান্তে, যা ৪৬ ম্যাচ পর বার্সেলোনার প্রথম হারের সাক্ষী হয়ে থাকল। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে, শনিবার রাতে লেভান্তে ২-১ গোলে জয়লাভ করেছে।

ম্যাচের ৫০তম মিনিটে সফরকারী লেভান্তে এগিয়ে যায় মারিয়া আলহারিয়ার গোলে। যোগ করা সময়ে চতুর্থ মিনিটে ইভোন চাকুন ব্যবধান বাড়ান। পরের মিনিটেই বার্সেলোনা ব্যবধান কমায় ফ্রিদোলিনা রলফোর গোল দিয়ে। এরপর লেভান্তের খেলোয়াড় আইনোয়া বাসকুনার লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয়, কিন্তু বার্সেলোনা তাদের সুযোগ কাজে লাগাতে পারেনি।

এই ম্যাচটি ছিল ২০২৩ সালের মে মাসের পর লিগা ফেমিনায় বার্সেলোনার প্রথম হার, যখন মাদ্রিদ সিএফএফ তাদের হেরেছিল। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ২০১৯ সাল থেকে খেলছে বার্সেলোনা এবং এটি তাদের ঘরের মাঠে প্রথম হার। লেভান্তে ১৬ দলের আসরে ১৫ নম্বরে অবস্থান করছে, তাদের পয়েন্ট ১৩। অন্যদিকে বার্সেলোনা ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

এই মৌসুমে, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার দ্বিতীয় হার। প্রথম হারের মুখোমুখি হয়েছিল তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে। গত মৌসুমে ৩০ ম্যাচে অপরাজিত থেকে লিগ শিরোপা জয়ী বার্সেলোনা এই মৌসুমে প্রথম ১৬ ম্যাচে জয়ী ছিল।

 

 

 

মুহাম্মদ ওমর ফারুক

×