ছবি: সংগৃহীত
ভারত ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এক ম্যাচ আগে, তবে সিরিজের শেষ ম্যাচটি নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। পুনেতে ভারতের জয় নিশ্চিত করার পর ইংল্যান্ড দাবি করেছে, তারা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলেছে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও এই দাবি সঠিক মনে করছেন, এবং তিনি বলেন, "ভারতীয় দল ভুলে গিয়েছিল, এটি আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল নয়।"
প্রতিবাদটি শিবম দুবে কনকাশন সমস্যায় পড়ে মাঠ ছাড়ার পর শুরু হয়। তার পরিবর্তে অভিষিক্ত হন হর্ষিত রানা, যিনি একজন ফাস্ট বোলার। অশ্বিনের মতে, একই ধরনের ক্রিকেটার পরিবর্তন হলে কোনো বিতর্ক থাকত না, তবে রমনদীপ সিংয়ের মতো একই ভূমিকার ক্রিকেটার স্কোয়াডে থাকা সত্ত্বেও তাকে বাইরে রাখা হয়।
অশ্বিনের মতে, ম্যাচ রেফারি এবং আম্পায়াররা ভুল করেছেন এবং এটি ক্রিকেটের নিয়মের পরিপন্থী। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন, এবং ম্যাচ রেফারির ভুলের বিষয়ে তিনি সোজাসাপটা মন্তব্য করেছেন।
ম্যাচ রেফারি শ্রীনাথকে উদ্দেশ্য করে এক্সে তিনি লিখেছেন, ‘এটা কোনোভাবেই একই ধরনের (লাইক ফর লাইক) বদলি ছিল না। ম্যাচ রেফারির স্বীকার করা উচিত যে তিনি ভুল করেছেন। এটা ক্রিকেটের ভালোর জন্যই বলছি। আজ সন্ধ্যায় আমরা আরেকটি দুর্দান্ত লড়াই দেখতে চলেছি।’
তৌহিদ