ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

দাদাবাবুদের নয়া চুরি, টিম ইন্ডিয়াকে ধুয়ে দিলেন জস বাটলার

প্রকাশিত: ১৮:২০, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫

দাদাবাবুদের নয়া চুরি, টিম ইন্ডিয়াকে ধুয়ে দিলেন জস বাটলার

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ভেসে বেড়াতে দেখা যায় বিসিসিআই মানেই আইসিসি। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারত কিছুটা অতিরিক্ত সুবিধা আদায় করতে প্রায়ই যে দাদাগিরি দেখায় ক্রিকেট সেটাকেই খানিকটা ব্যাঙ্গ বলেন এমন কথা।

তবে ভারত সফরে আসা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির চতুর্থটায় টিম ইন্ডিয়া এবার এমন কাণ্ড ঘটিয়েছে যে তাতে ক্ষুব্ধ হয়ে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেই বসেছেন ১২ জনের একাদশ নিয়ে খেলছে ভারত। পুনেতে ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। যেখানে সুরিয়া কুমার ইয়াদবের দলে শুরুর একাদশে অলরাউন্ডার শিবম দুবে। দ্বিতীয় ইনিংসে তাকে কনকাশন সাব করিয়ে হার্সিত রানাকে একাদশে নামায় টিম ইন্ডিয়া।

এ দুজন মিলে ইংল্যান্ডকে ভুগিয়েছে বেশ। ব্যাটিং-এ ঝড় তুলেছিলেন দুবে আর বোলিং-এ রানার গতির ঝড়ে ২২ গজে খাবি খেয়েছে ইংলিশরা। এমনকি ম্যাচ সেরাও হোন দুবে। কিন্তুতাদের সমস্যাটা কোথায়? এখানেই বুঝতে হবে কনকাশন সাব নিয়মের মারপ্যাচ। আর দাদাবাুদের আইড থেকে সেটা যাচ্ছেতাইভাবে ব্যবহারের বিষয়। শিবম দুবে অলরাউন্ডার হলেও মিডিয়াম এই পেসার বল করেন অনিয়মিতভাবে। আর অনিয়মিত এক বোলারের জায়গায় ফুলটাইম রানাকে নেয়াতেই আপত্তি ইংলিশদের।

আইসিসির কনকাশন সাব নীতিমালায় বলা হয়েছে েএকজন ব্যাটারের কনকাশন সাব হিসেবে, আরেকজন ব্যাটার বোলারের বদলে আরেকজন বোলার এবং একজন অলরাউন্ডারের বদলে কনকাশন সাব হিসিবে নামানো যাবে আরেক অলরাউন্ডারকে। অথচ নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খানিকটা গায়ের জোরেই যেন একজন ফুলটাইম পেসার খেলিয়েছে দাদাবাবুরা।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=ZH5d2iYxyDI

শিহাব

×