ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

কিংবদন্তি ল্যাম্পার্ডকে ছাড়িয়ে সালাহর অনন্য মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ 

প্রকাশিত: ১৪:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

কিংবদন্তি ল্যাম্পার্ডকে ছাড়িয়ে সালাহর অনন্য মাইলফলক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই খর্ব শক্তির দল পিএসভির কাছে হেরে বসেছিল লিভারপুল। তবে জয়ে ফিরেছে আর্নে স্লটের দল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডরা ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। লিভারপুলের হয়ে দুটি গোলই করেছেন দলের সেরা তারকা  মোহাম্মদ সালাহ। 

এর আগে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল বোর্নমাউথ। তাই ঘরের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই শক্তিশালী লিভারপুলকে আতিথ্য দেয় তারা। আর এই ম্যাচেই জ্বলে উঠেন অলরেডদের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৩০ মিনিটে পেনাল্টির সৌজন্যে প্রথম দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বা পায়ের দুর্দান্ত শটে স্বাগতিক দলের গোলরক্ষককে হতাশ করে লিভারপুলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সালাহ।

সেইসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার ছয় নম্বরে থাকা কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে (১৭৭) ছাড়িয়ে যান মোহাম্মদ সালাহ। ১৭৮ গোল করে এখন তালিকার ছয় নম্বরে অবস্থান করছেন সালাহ। যেখানে ২৬০ গোল করে সবার উপরে রয়েছেন অ্যালান শিয়েরার। 

শুধু তাই নয়? ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এদিন ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন মোহাম্মদ সালাহ। বর্তমানে তার গোলসংখ্যা ৩০১টি। সালাহর কীর্তি অবশ্য এখানেই শেষ হচ্ছে না। জোড়া গোল করে শনিবার চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে ২৫ গোল করেছেন তিনি। যার ২১টি প্রিমিয়ার লিগে। এর ফলে পাঁচটি প্রিমিয়ার লিগের মৌসুমে ২০ কিংবা তারও বেশি গোল করার নজীর গড়েছেন সালাহ। এই তালিকায় তার উপরে কেবলমাত্র তিন জন। অ্যালান শিয়েরার (সাত), সার্জি অ্যাগুয়েরো আর হ্যারি কেন (উভয়ই সমান ছয়বার করে)।

লিভারপুলের জয়ের দিনে হেরে গেছে অ্যাস্টন ভিলা। উল্ভারহ্যাম্পটন একই ব্যবধানে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। তবে লিগে শনিবার গোল উৎসব করেছে নটিংহ্যাম ফরেস্ট। প্রতিপক্ষের জালে এদিন গুনে গুনে ৭বার বল জড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট। 

মোস্তফা/আফরোজা

×