শচীন টেন্ডুলকার,ভারতীয়দের ক্রিকেটইশ্বর। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান থেকে শুরু করে সর্বোচ্চ সেঞ্চুরিসহ আরও অনেক রেকর্ডই তার দখলে। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ।
এবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বিশেষ পুরষ্কারে ভূষিত হলেন সাবেক ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ‘সিকে নাইডু আজীবন সম্মাননা দেয়া হয়েছে।
ভারতের ৩১তম ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার পেলেন শচীন। ১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়কের ‘সিকে নাইডু’র নামে এই পুরষ্কার দেয়া হচ্ছে।
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন টেন্ডুলকার। ২০১৩ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে লিটল মাস্টার খ্যাত এই ব্যাটার। খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে।
দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে ৫১ বছর বয়সি এ কিংবদন্তী বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে শতকের সেঞ্চুরিও করেছেন।জিতেছেন ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভুষন, উইজডেন ক্রিকেট অব দ্য ইয়ারসহ আরও অনেক পুরস্কার।
২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জিতেছেন সম্প্রতি আইসিসির বর্ষসেরা পেসার জসপ্রিত বুমরাহ। আর মেয়েদের ক্রিকেটে এই পুরষ্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।
মিরাজ/আফরোজা