ছবি: জনকণ্ঠ
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি আসরে পারিশ্রমিক জটিলতা নিয়ে আলোচনায় আসে দুর্বার রাজশাহী। সময়মতো ক্রিকেটারদের টানা দুই দফায় পারিশ্রমিক না দেওয়ায় ঝামেলা হয়েছে, এমনকি তাদের দেওয়া চেক বাউন্স করেছে।
পরবর্তীতে এই জটিলতায় চিটাগং কিংসের নামও উঠে আসে। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক দেননি বলে জানান। এমনকি তিনি মন্তব্য করেন, তার টাকা গাছে ধরে না।
বিষয়টি নিয়ে আলোচনার সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে সতর্ক করেন। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমূল আবেদিন ফাহিম জানিয়েছেন, সামির কাদের তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
পারভেজ হোসেন ইমন বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলছেন এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন। তাকে নিয়ে বিপিএলের দল চিটাগং কিংসের মালিকের অসংলগ্ন মন্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক ও ঔদ্ধত্যপূর্ণ বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ফাহিম জানিয়েছেন, সামির কাদের তার সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
আজ রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, ‘‘আজকে আমাদের তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি যে আমরা তার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করিনি। আমরা বলেছি, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, তাদের কারও সাথেই এই ধরনের ব্যবহার প্রত্যাশিত নয়। তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে তার এই আচরণ ঠিক ছিল না।’’
আজ সন্ধ্যায় ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে বিপিএলের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি নিয়ে তিনিও চিটাগং কিংসের মালিকের সঙ্গে কথা বলেন এবং তাকে এমন মন্তব্যের জন্য সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘‘এটা খুবই হতাশাজনক। আমরা আজকে তার সঙ্গে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি। কোনো খেলোয়াড় সম্পর্কে এমন মন্তব্য করার অধিকার তার নেই। খেলোয়াড়কে তিনি চুক্তির মাধ্যমে নিয়েছেন, পারফরম্যান্স যেমনই হোক না কেন। এজন্য আমরা তাকে সতর্ক করেছি। বিসিবিকেও বলেছি, এই বিষয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।’’
মামুন/এম.কে.